দিল্লির বিপক্ষে আম্পায়ারের ভুল সিদ্ধান্ত ক্ষুব্ধ পঞ্জাব মালকিন প্রীতি
Punjab's Malkin Preeti upset over umpire's wrong decision against Delhi

Truth Of Bengal: ফের ক্ষিপ্ত হয়ে উঠলেন পঞ্জাব কিংসের অন্যতম মালকিন প্রীতি জিন্টা। চলতি আইপিএল-এ শনিবার দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচে হারের মুখ দেখতে হয়েছে শ্রেয়স আইয়ারদের। এর ফলে পয়েন্ট টেবিলের প্রথম দুইয়ে থাকা কিছুটা হলেও অনিশ্চিত হয়ে পড়েছে পঞ্জাবের। আর যদি তারা এই ম্যাচে জয় পেত, তাহলে দু নম্বর জায়গাটা ধরে রাখা তাদের পক্ষে নিশ্চিত ছিল। ম্যাচ হেরে আম্পায়ারদের কাঠগড়ায় তুললেন পঞ্জাব কিংসের অন্যতম মালকিন প্রীতি। তাঁর অভিযোগ, আম্পায়ারের ভুল সিদ্ধান্তের জন্যই তাঁর দলকে হারের মুখ দেখতে হয়েছে।
ম্যাচ শেষে তাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রীতি অভিযোগ করে লেখেন, ‘নায্য ওভার বাউন্ডারি হওয়া সত্ত্বেও তাঁর দল পঞ্জাবকে বঞ্চিত করেছেন আম্পায়ার।’ প্রযুক্তির এত উন্নতি হওয়া সত্ত্বেও কি করে এমন ভুল হয় বলেও প্রশ্ন তোলেন বলিউড অভিনেত্রী।
ঘটনার সূত্রপাত, ম্যাচের ১৫তম ওভারে। ওই ওভারে প্রতিপক্ষ দলের বোলার মোহিত সিংয়ের ওভারে একটা ছক্কা হাঁকান পঞ্জাব ব্যাটার শশাঙ্ক সিং। কিন্তু শশাঙ্কের নেওয়া শট বাউন্ডারি লাইনে ফিল্ডিং করতে থাকা করুণ নায়ারের হাতে জমা পড়ে। তবে, সেই বল ধরে রাখতে পারেননি করুণ। বলটি তিনি ফেলে দেন মাঠের সীমানার ভিতর। এবং এরপর ছয়েরও ইঙ্গিত করেন দিল্লি ফিল্ডার। এর মাধ্যমে করুণ বুঝিয়ে দেন পা তাঁর পা বাউন্ডারি লাইনের সীমায় লাগানো দড়ি স্পর্শ করেছে।
কিন্তু করুণ বললে কি হবে, অ্যাকশন রিল্পেতে ম্যাচের দায়িত্ব থাকা তৃতীয় আম্পায়ার তা দীর্ঘক্ষণ দেখে সিদ্ধান্ত নেন, করুণের পা বাউন্ডারির দড়ি স্পর্শ করেনি। ফলে ৬ রানের পরিবর্তে প্রীতির দলকে দেওয়া হয় একটি রান। আর তাতেই রীতিমত ক্ষীপ্ত প্রীতি। এরপর নায়ারের সঙ্গে ম্যাচ শেষে কথাও বলেন পঞ্জাব মালকিন। নায়ারও তাঁকে আশ্বস্ত করেছিলেন এই ব্যাপারে। তবুও কেন এমন সিদ্ধান্ত নিলেন আম্পায়ার তা কোনওভাবেই মেনে নিতে পারেননি প্রীতি।