প্রবীণদের দৌড় প্রতিযোগিতায় সেরা প্রকাশ কণ্ডু
Prakash Kandu wins in seniors' running competition

Truth of Bengal: খেলাধুলার কোনও বয়স হয় না, সব বয়সের মানুষেরই মাঠমুখী হওয়া প্রয়োজন নিজের শরীর সুস্থ রাখার তাগিদে। প্রবীণদের উৎসাহ দিতে প্রতিবছরের ন্যায় এবছরও ১৬ ও ১৭ নভেম্বর দুই দিনব্যাপী কোচবিহার রাজবাড়ি স্টেডিয়াম মাঠে প্রবীণদের ইন্টার ন্যাশনাল ইনভাইটেশন মাস্টার গেমস প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। দুই দিনের প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে ভারতের বিভিন্ন রাজ্যের পাশাপাশি প্রতিবেশী দেশ নেপাল, ভূটান থেকে ৩৫-৭৫ বয়সি প্রবীণ খেলোয়াড়েরা অংশ গ্রহণ করেন।
সেই প্রতিযোগিতায় উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের শেঠ কলোনীর বাসিন্দা প্রকাশ কুণ্ডু অংশগ্রহণ করেন ১০০, ২০০ ও ৪০০ মিটার দৌড়ে। তিনি ৪০০ মিটার দৌড়ে প্রথম এবং ২০০ মিটারে তৃতীয় স্থান অধিকার করে সকলকে তাক লাগিয়ে দিয়েছন। তাঁর এই সাফল্যের কারণে খুশি তার পরিবারের লোকেদের পাশাপাশি প্রতিবেশীরাও। প্রকাশ কুণ্ডু বলেন, খেলাধুলার ক্ষেত্রে কোনও বয়স হয় না। নিজেকে সুস্থ রাখতে গেলে খেলাধুলার প্রয়োজন। তিনি ছোটবেলা থেকেই খেলাধুলার সঙ্গে যুক্ত।