খেলা

‘মানুষ ভুলে যাচ্ছে…’ আরসিবি ‘চেজ মাস্টার’ একটা দল, দাবি বিরাটের

'People are forgetting...'RCB is a 'chase master' team, claims Virat

Truth Of Bengal: রবিবার আইপিএল-র ম্যাচে অরুন জেটলি স্টেডিয়ামে আরসিবি মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালসের। এই ম্যাচে দূরন্ত ব্যাটিং করেন আরিসিবির সিনিয়র ক্রিকেটার বিরাট কোহলি। ম্যাচ শেষে সাংবদিকদের বিরাট বলেন, ‘তিনি নিজের ব্যাটিংয়ের ক্ষেত্রে পরিস্থিতি বিশ্লেষণ করেই স্ট্রাইক করে খেলার ব্যাপারে মনোযোগ করছেন।’

এরপর নিজের ঘরের মাঠে দিল্লিকে হারানোর প্রসঙ্গে কোহলি জানান, ‘দিল্লির বিপক্ষে তাদের ঘরের মাঠে আমাদের জয় পাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। বিশেষ করে মাঠের দিকে তাকালে। কেননা অন্যান্য মাঠের তুলনায় দিল্লির পিচ সম্পূর্ণ ভিন্ন আচরণ করেছে। তাছাড়া আমাদের যখনই রান তাড়া করার সময় আসে, তখনই আমি ডাগআউটে বসে থাকা কোচ ও খেলোয়াড়দের কাছে জিজ্ঞাসা করি আমরা ঠিকপথে এগোচ্ছি কি না।’

এরপর বিরাট আরও বলেন, ‘আমি সব সময়ই স্কোরবোর্ড সচেষ্ট রাখার চেষ্টা করি। সেই কারনেই সিঙ্গেল বা ডবলস রান যাতে বেশি করে নেওয়া যায়, সেদিকেই বেশি নজর দিই। অনেকেই এখন পার্টারনিশপের গুরুত্ব ভুলে যাচ্ছে। যা একেবারেই ঠিক নয়। কেননা ক্রিকেটে ব্যাটিং পাটর্নারশিপ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে বোলারদের ওপর ব্যাটারদের আধিপত্য বিস্তার করার ক্ষেত্রে পাটর্নারশিপ অত্যন্ত জরুরি।’

আরসিবির হয়ে রবিবার অক্ষর প্যাটেলের দলের বিপক্ষে ব্যাট হাতে ৭৩ রানের একটি ইনিংস খেলেন ক্রুণাল পাণ্ডিয়া। সেই ক্রণালেরও প্রশংসা শোনা গেল বিরাটের গলায়। ছোট পাণ্ডিয়ার প্রশংসা করে কিং কোহলি বলেন, ‘ক্রুণাল দিল্লির বিপক্ষে ম্যাচে অসাধারণ ব্যাটিং করেছে। এবং আমার মনে হয়েছিল এটাই যথেষ্ট উপযোগী সময় যেখানে ক্রুণাল দিল্লির বোলারদের ওপর আধিপত্য বিস্তার করতে পারে। এবং সেটাই ও করেছে খুব সুন্দর ভাবে। এছাড়া আমাদের মধ্যে বোঝাপড়াও খুব সুন্দর ছিল। যার জন্যই এমন ইনিংস খেলা সম্ভব হয়েছে।’

রবিবার ম্যাচে বিরাট সাজঘরে ফেরার পর ব্যাট হাতে ক্রিজে আসেন টিম ডাভিড। মাত্র পাঁচ বল খেলে তাঁর সংগ্রহ ১৯ রান। যার ফলেই জয়ের দোরগড়ায় পৌঁছে যায় আরসিবি। দলের ফিনিশারদের প্রশংসা করে কিং কোহলি জানান, ‘টিম ডাভিড আমাদের দলের সম্পদ। ওর মধ্যে একটা অতিরিক্ত শক্তি আছে। শুধু ওর মধ্যেই নয়, আমাদের দলের আর এক ক্রিকেটার জীতেশেরও অনেকটা সেই ক্ষমতা আছে।

ফলে ম্যাচের শেষ প্রান্তে উপস্থিত হয়ে ব্যাট হাতে ওদের ফায়ারপ্লে আমাদের দলের ম্যাচ জেতার ক্ষেত্রে বড় ভূমিকা নিয়েছে। এদের পাশাপাশি বোলাররা তো আছেনই। হ্যাজালউড থেকে শুরু করে ভুবি, যশ এবং ক্রুণাল সবাই নিজের সেরাটাই দিচ্ছেন। আর যশের প্রশংসা তো আলাদাভাবে করতেই হয়। অসাধারণ পারফরম্যান্স করছে যশ। সেই কারণেই তো পার্পল ক্যাপ জয়ের দিকে অনেকটাই এগিয়ে গিয়েছে।’

Related Articles