খেলা

প্যাট কামিন্সের পরিবারে নতুন সদস্য, কন্যাসন্তানের জন্ম দিলেন বেকি

Pat Cummins' family welcomes a new member, Becky gives birth to a baby girl

Truth Of Bengal: অস্ট্রেলিয়ার জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক প্যাট কামিন্স দ্বিতীয়বারের মতো বাবা হলেন। তাঁর স্ত্রী বেকি একটি কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। এই আনন্দের খবরটি নিজেই জানিয়েছেন কামিন্স, সঙ্গে ভাগ করে নিয়েছেন তাঁদের সন্তানের প্রথম ছবি। নবজাতিকার নাম রাখা হয়েছে এডিথ মারিয়া বস্টন কামিন্স।

প্যাট কামিন্স ২০২১ সালে প্রথমবার বাবা হয়েছিলেন, যখন তাঁদের পুত্রসন্তান এলবির জন্ম হয়েছিল। তখন স্ত্রী বেকির পাশে থাকার জন্য কিছুদিনের জন্য ক্রিকেট থেকে বিরতি নিয়েছিলেন তিনি। এবারের ক্ষেত্রেও তিনি একই সিদ্ধান্ত নিয়েছেন।

গত বছরের অক্টোবরে কামিন্স এক সাক্ষাৎকারে বলেছিলেন, “পুত্রসন্তানের জন্মের সময় আমি দীর্ঘদিন বাড়িতে থাকতে পারিনি। এবার আমি বেকির পাশে থাকতে চাই, একসঙ্গে সিদ্ধান্ত নেব কীভাবে সময় কাটাব।” তাঁর এই বক্তব্য তখনই ইঙ্গিত দিয়েছিল যে, আসন্ন ব্যস্ত ক্রিকেট সূচির মাঝেও পরিবারের জন্য সময় রাখবেন তিনি।

নবজাতকের আগমনের পাশাপাশি, কামিন্সের অনুপস্থিতি ক্রিকেট মহলেও আলোচনার বিষয় হয়ে উঠেছে। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি অংশ নিচ্ছেন না। যদিও শুরুতে মনে করা হচ্ছিল, স্ত্রীর পাশে থাকার জন্যই তিনি টুর্নামেন্ট থেকে বিরতি নিয়েছেন, তবে পরে জানা যায়, চোটের কারণেও তিনি দলে নেই।

অস্ট্রেলিয়া যে প্রাথমিক দল ঘোষণা করেছিল, সেখানে কামিন্সের নাম ছিল। কিন্তু শুধু তিনিই নন, দল আরও বড় ধাক্কা খেয়েছে। চোটের কারণে জস হেজ়লউড ও মিচেল মার্শ-ও খেলতে পারবেন না। অন্যদিকে, মার্কাস স্টোইনিস হঠাৎ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন। ফলে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দলকে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হচ্ছে।

নবজাতক কন্যা এডিথের আগমনে কামিন্স ও বেকির পরিবারে খুশির জোয়ার। আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচির মাঝে, অজি অধিনায়ক এবার নিজের পরিবারকে সময় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। যদিও চোটের কারণে মাঠের বাইরে থাকছেন, তবে এই বিরতিটি তাঁকে স্ত্রী ও দুই সন্তানের সঙ্গে আরও কাছাকাছি আসার সুযোগ করে দেবে।

কামিন্সের এই সিদ্ধান্তকে ইতিবাচকভাবে দেখছেন ক্রিকেটপ্রেমীরা। একজন সফল অধিনায়ক ও ক্রিকেটারের পাশাপাশি, তিনি একজন দায়িত্বশীল বাবা ও স্বামী হিসেবেও অনুপ্রেরণা হয়ে উঠছেন। অস্ট্রেলিয়ার সমর্থকরা অপেক্ষায় থাকবেন, কবে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে আবার মাঠে ফিরবেন এবং দলকে নেতৃত্ব দেবেন।

Related Articles