খেলা

বুমরার পারফরম্যান্সের প্রশংসায় পঞ্চমুখ সম্বরন-ইন্দভূষণরা

Panchamukh Sambaran-Indabhushan praise Bumrah's performance

Truth of Bengal: চলতি বছরের বর্ডার-গাভাসকর ট্রফির পাঁচ টেস্টের মধ্যে ইতিমধ্যেই তিনটি টেস্ট হয়ে গিয়েছে। এই তিন টেস্টে ভারতীয় বোলারদের মধ্যে যথেষ্ট নজর কেড়েছেন পেসার যশপ্রীত বুমরা। গাব্বায় দ্বিতীয় ইনিংসে দুই উইকেট নেওয়ার সঙ্গে সঙ্গেই ভারতীয় বোলার ৫২টি উইকেট নিয়ে ভেঙে দিয়েছেন কপিল দেবের রেকর্ডকে। বুমরার এই পারফরম্যান্স দেখে স্বভাবতই দারুণ খুশি প্রাক্তন জাতীয় নির্বাচক সম্বরণ বন্দোপাধ্যায়, ও প্রাক্তন ক্রিকেটার ইন্দভূষণ রায়।

বুমরার এই পারফরম্যান্সের সম্বন্ধে নিজের মত জানাতে গিয়ে সম্বরণ বলেন, বুমরা বর্তমানে আমার দেখা বিশ্বের অন্যতম সেরা বোলার। তবে এখনই কপিলদেবের সঙ্গে ওঁর তুলনা করা ঠিক হবে না বলেও জানান সম্বরণ। প্রাক্তন নির্বাচক আরও বলেন, বুমরা যেভাবে এই টুর্নামেন্টে ধারাবাহিকভাবে ভাল বল করেছে, তার প্রশংসা করতেই হবে। উইকেটের বিভিন্ন দিকে যেভাবে বুমরা বলের ভেরিয়েশন এনেছে, সেটা বুমরা বলেই সম্ভব। এবং ওঁর বোলিংয়ের এই ভেরিয়েশনের জন্যই অস্ট্রেলিয়ার বোলররা বেকাদায় পড়েছে বার বার। সত্যিই বুমরাকে যত দেখছি, ততই অবাক হচ্ছি।

সম্বরণের মতই, বুমরার বোলিংয়ের প্রশংসা করলেন বাংলার প্রাক্তন রঞ্জি ক্রিকেটার ইন্দুভূষণ রায়-ও। তিনি বলেন, এই সিরিজে ভারতীয় ক্রিকেটারদের পারফরম্যান্সের দিকে যদি তাকানো যায়, তাহলে দেখা যাবে, বুমরাই একমাত্র ক্রিকেটার যে দূরন্ত পারফরম্যান্স করে চলেছে। বাকি ক্রিকেটারদের মধ্যে প্রথম টেস্টে যশস্বী ও রাহুলের ব্যাটিং কিছুটা মন জয় করেছিল। কিন্তু সবাইকে ছাপিয়ে গিয়েছে বুমরা। বুমরাকে এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা বোলার বলতেও দ্বিধা করলেন ইন্দভূষণ।

বুমরা যেমন নজির গড়ছেন, তেমনি এই টেস্টের পরই আন্তর্জাতিক ক্রিকেটকে আলবিদা জানালেন ভারতের আর কিংবদন্তী বোলার রবিচন্দ্রন অশ্বিন।

অশ্বিনের এই অবসরের বিষয় নিয়ে প্রাক্তন জাতীয় নির্বাচক সম্বরণ বন্দ্যোপাধ্যায় বলেন, অসরের বিষয়টা একান্তই ব্যক্তিগত ব্যাপার। কিন্তু টেস্টে ৫৩৭টা উইকেট রয়েছে ওঁর ঝুলিতে। ওঁর কৃতিত্বকে কখনই অস্বীকার করা যাবে ভারতীয় ক্রিকেটে। এবং পাশাপাশি আমাদের মনে রাখতে হবে অশ্বিন ব্যাট হাতেও ৬টি সেঞ্চুরি হাঁকিয়েছে। সুতরাং জাতীয় দলের হয়ে ওঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে সব সময়ই বলে জানান সম্বরণ।

সম্বরণের মত অশ্বীনের অবসর নিয়ে বলতে গিয়ে ইন্দুভূষণ বলেন, অশ্বীন ভারতীয় ক্রিকেট একজন বিরল ক্রিকেটার। কেননা অশ্বিন যখন দেখছেন টেস্ট ক্রিকেটে ও ধারাবাহিকভাবে দলে জায়গা পাচ্ছেন না, এবং তরুণ ক্রিকেটার হিসেবে জাদেজা, ওয়াশিংটনরা উঠে আসছেন, ওঁদের সুযোগ দেওয়া উচিত। সেই কারণেই একদম সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে অশ্বীন ক্রিকেটকে আলবিদা জানিয়েছেন। ভারতীয় ক্রিকেটে অশ্বীনের কৃতিত্ব আজীবন থেকে যাবে স্মরণনীয় হয়েই, বলে জানান ইন্দুভূষণ।

Related Articles