IPL 2025খেলা

বৈভবের প্রশংসায় পঞ্চমুখ গুগুলের সিইও সুন্দর পিচাই

Panchamukh Google CEO Sundar Pichai praises Vaibhav

Truth Of Bengal: শনিবার আইপিএল-এর ইতিহাসে নজির গড়লেন রাজস্থান রয়্যালসের কিশোর ক্রিকেটার বৈভব সূর্যবংশী। মাত্র ১৪ বছর ২৩ দিন বয়সে বৈভবের অভিষেক ঘটল ক্রিকেটের এই মেগা টুর্নামেন্টে। এরপরই বৈভবের প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠলেন গুগলের সিই-ও সুন্দর পিচাই। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বৈভবের ব্যাটিংয়ের প্রশংসা করলেন গুগুল সিই-ও।

সুন্দর পিচাই রাজস্থান রয়্যালসের এই কিশোর ক্রিকেটারের প্রশংসা করে লেখেন, ‘ঘুম থেকে উঠেই একটা অষ্টম শ্রেণির ছাত্রের আইপিএল-এর মত হাইভোল্টেজ টুর্নামেন্টে অভিষেক দেখতে পেলাম। সত্যিই অসাধারণ একটা মুহূর্ত।’

উল্লেখ্য, শনিবার লখনউ সুপার জায়ান্টের বিপক্ষে যে বৈভবের আইপিএল-এ অভিষেক ঘটবে, তা টসের সময়ই জানিয়েছিলেন এই ম্যাচের অধিনায়কের দায়িত্বে থাকা ক্রিকেটার রিয়ান পরাগ। রিয়ান জানিয়েছিলেন, ‘ দলের অধিনায়ক সঞ্জু এই ম্যাচে চোটের কারণে খেলতে পারবেন না, তাই তাঁর বদলে দলে নেওয়া হয়েছে বৈভবকে।

কাজেই লখনউ-র বিপক্ষে ম্যাচে রাজস্থানের হয়ে ওপেনার হিসাবে যশস্বীর সঙ্গে জুটি বাঁধেন বৈভব। এবং আইপিএল-র প্রথম ম্যাচে যেভাবে তিনি ব্যাট করলেন তা দেখে অভিভূত সকলেই। বিশেষ করে বৈভবের আত্মবিশ্বাসী মনোভাব বিশেষ নজর কেড়েছে মাঠে উপস্থিত হাজার-হাজার দর্শকদের কাছে।

বৈভবের এই ইনিংসের প্রশংসা করে প্রাক্তন জাতীয় ক্রিকেটার ও ধারাভাষ্যকার সঞ্জয় মঞ্জেরেকার বলেন, ‘বৈভবের এই দুরন্ত ইনিংস ওর বাবা-মাকেও গর্বিত করবে।’ বৈভব এই ম্যাচে প্রথমে মাঠে নেমেই লখনউ বোলার শার্দূল ঠাকুরের বলে ছক্কা হাঁকান। তবে এখানেই শেষ নয় এরপর আরও একটি ছক্কা এসেছিল বৈভবের ব্যাট থেকে। বৈভব মোট ২০ বল খেলে ৩৪ রান করলেও। তাঁর দল এই ম্যাচে জিততে পারেনি।

Related Articles