খেলা

পদ্মভূষণ ও পদ্মশ্রী সম্মান গ্রহণ করলেন পি শ্রীজেশ, রবিচন্দ্রন অশ্বিন

P Sreejesh, Ravichandran Ashwin receive Padma Bhushan and Padma Shri awards

Truth Of Bengal: সোমবার রাষ্ট্রপতি ভবনে দ্রৌপদি মুর্মুর হাত থেকে পদ্মভূষণ সম্মান গ্রহণ করলেন লিজেন্ডারি প্রাক্তন হকি গোলরক্ষক পি শ্রীজেশ এবং প্রাক্তন জাতীয় ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।

উল্লেখ্য, পি শ্রীজেশকে ভারতীয় হকির ইতিহাসে অন্যতম সেরা একজন খেলোয়াড় হিসাবে বিবেচনা করা হয়। শ্রীজেশ ২০২১ সালে টোকিও অলিম্পক গেমসে ভারতকে পদক জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন।

এছাড়া একই দিনে রাষ্ট্রপতি পদ্মশ্রী সম্মান তুলে দিলেন প্রাক্তন লিজেন্ডারি ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিনের হাতে। অশ্বিন ছাড়াও এই সম্মাননা গ্রহণ করলেন প্রাক্তন ভারতীয় ফুটবলার আইএম বিজয়ন, প্যারা অলিম্পিয়ান হরবিন্দর সিং, কোচ সত্যপাল সিং।

অশ্বিন ভারতের জার্সি গায়ে টেস্টে ৫৩১টি উইকেট দখল করেছেন। এবং একদিনের ক্রিকেটে তাঁর উইকেট সংখ্যা হল ১৫৬। টি-টোয়েন্টিতে অশ্বিনের ঝুলিতে ৭২টি উইকেট। ২০২৪ সালে বর্ডার-গাভাসকর ট্রফির বক্সিং ডে টেস্টের পরই আন্তর্জাতিক ক্রিকেটকে আলবিদা জানালেও বর্তমানে আইপিএল-এ চেন্নাই দলের হয়ে খেলছেন এই দক্ষিণী স্পিনার।      উল্লেখ্য, ভারতের ইতিহাসে পদ্মবিভূষণ, পদ্মভূষণ ও পদ্মশ্রী সম্মান সবচেয়ে মর্যাদাপূর্ণ সম্মান হিসাবে বিবেচিত হয়। বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য বিশিষ্ট ব্যক্তিদের হাতে এই বিশেষ পুরস্কার তুলে দেওয়া হয়।

Related Articles