আম্পায়ারদের সঙ্গে তর্কই শুধু নয়, মাঠেই অভিষেককে লাথি শুভমনের
Not only did he argue with the umpires, but Shubman also kicked Abhishek on the field.

Truth Of Bengal: শুক্রবার আইপিএল-র ম্যাচে শুভমন গিলের গুজরাট টাইটান্স মুখোমুখি হয়েছিল হায়দরাবাদ এফসির। সেই ম্যাচে গুজরাট ৩৮ রানে হায়দরাবাদকে হারিয়ে ম্যাচে জয় তুলে নেয়। কিন্তু মাঠের মধ্যে আম্পায়ারদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ে সংবাদের শিরোনামে উঠে এলেন গুজরাট অধিনায়ক শুভমন গিল। শুধু কি তাই না, এরপরও শুভমন যে আচরণ করলেন বিপক্ষ দলের ব্যাটার অভিষেক শর্মার সঙ্গে, তা নিয়েও ইতিমধ্যেই চক্ষু চড়কগাছ হওয়াই স্বাভাবিক।
গুজরাট অধিনায়ককে প্রথম মাথা গরম করতে দেখা যায় যখন তিনি আউট হলেন। সেই সময় ক্রিজে ছিলেন বাটলার ও শুভমন। স্ট্রাইক ছিল বাটলারের হাতে। নন স্ট্রাইকিং জোনে ছিলেন শুভমন। এরপর বাটলার শট খেলা মাত্রই রানের জন্য দৌড় শুরু করেন শুভমন। সেই সময় কাছেই হর্ষলের কাছে বল যাওয়া মাত্রই তিনি ক্লাসেনকে বল ছুঁড়লে হায়দরাবাদ উইকেটরক্ষক নিমেষে ভেঙে দেন শুভমনের উইকেট। যা মন থেকে মেনে নিতে পারেননি গুজরাট অধিনায়ক। মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত মন থেকে মেনে নিতে পারেননি শুভমন। ফলে তৃতীয় আম্পায়ারের দ্বারস্থ হন।

রিল্পেতে দেখা যায়, ক্লাসেন যখন শুভমনের উইকেট ভেঙ দিচ্ছেন, তখন গুজরাট অধিনায়কের ব্যাট ছিল বাইরে ছিল। কিন্তু যেহেতু সংশয় ছিল আউটটি নিয়ে, তাই বার বার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে পরীক্ষা করা হচ্ছিল যে, হর্ষলের ছোঁড়া বল ক্লাসেনের হাতে লেগে উইকেট ভেঙেছে নাকি বল হাতে পাওয়ার আগেই ক্লাসেনের হাতের ছোঁয়ায় উইকেট ভেঙেছে। বার বার তা দেখার পরই তৃতীয় আম্পায়ার সিদ্ধান্তে আউট হয়ে মাঠ ছাড়েন শুভমন। অবশ্য যা মেনে নিতে পারেননি গুজরাট অধিনায়ক। অবশ্য পরে যখন ভাল করে ভিডিও ক্লিপিংসটি দেখা হয়, তখন দেখা যায় বল ক্লাসেনের গ্লাভসে জমা পড়ার আগেই তাঁর হাতের ছোঁয়ায় শুভমনের উইকেট ভেঙেছে। এরপর মাথা গরম করতে শুরু করেন শুভমন। তর্ক জুড়ে দেন আম্পায়ারদের সঙ্গে।
এরপর দ্বিতীয় ঘটনাটি ঘটে হায়দরাবাদের ব্যাটিংয়ের সময়। হায়দরাবাদের ব্যাটিংয়ের ১৪তম ওভারে প্রসিদ্ধ কৃষ্ণার বলে ব্যাটার অভিষেক শর্মার পায়ে লাগলে লেগ বিফোরের আবেদন জানান গুজরাট ক্রিকেটাররা। কিন্তু সেই আবেদনে সাড়া দেননি আম্পায়ার। সঙ্গে সঙ্গে সেই সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিউয়ের আবেদন করেন গুজরাট অধিনায়ক। সেখানেও দেখা যায় প্রসিদ্ধর ওই বল স্ট্যাম্পের মধ্যেই ছিল। কিন্তু তৃতীয় আম্পায়ার তা কর্ণপাত করেননি। তাতেও ক্ষুব্ধ হন শুভমন।

এরপরই অভিষেকের সঙ্গে গুজরাট অধিনায়ক যা করলেন, তা দেখে অবাক সকলে। প্রসিদ্ধর ওই বল অভিষেকের পায়ে লাগায়, তিনি দলের ফিজিওদের ডেকে মাঠের মধ্যে চিকিৎসা করাচ্ছিলেন। সেই সময় গুজরাট অধিনায়ক শুভমন দুবার তাঁকে লাথিও মারেন। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হতেই শুভমনের আচরণে হতবাক হয়ে পড়েন অনেকেই। একই রাজ্যের বাসিন্দা অভিষেক ও শুভমন। কিন্তু তা সত্ত্বেও কেন তিনি এমন অখেলোয়াড়চিত মনোভাব পোষণ করলেন, তা নিয়েই সমালোচনায় সরব হয়েছেন নেটিজেনরাও।
উল্লেখ্য, গুজরাট অধিনায়ক শুভমনের এই অখেলোয়াড়চিত আচরণ এবারের আইপিএল-এ প্রথম নয়। এর আগেও বেশ কয়েকবার আম্পায়ারদের সিদ্ধান্ত মন থেকে মেনে নিতে না পেরে হতাশা প্রকাশ করে ক্ষোভ প্রকাশ করতে শুরু করেছেন তিনি। এখন প্রশ্ন উঠছে, তাহলে কি শুভমনের ওপর নেতৃত্বের বাড়তি চাপ পড়ছে?