আসল সবুজ ঘাসের পিচে নয় ক্রিকেট খেলা এবার হবে হাইব্রিড পিচে, ভারতেই রয়েছে এমন হাইব্রিড পিচ, কোথায় জানেন?
Not on the real green grass pitch, cricket will be played on the hybrid pitch

The Truth of Bengal,Mou Basu: ভারতের বহু বৈচিত্র্যময় বহু ভাষাভাষীর দেশে ক্রিকেটকে ধর্ম বলে মানা হয়। প্রত্যেক ভারতীয়র মধ্যে ক্রিকেট নিয়ে এক অদ্ভুত উন্মাদনা কাজ করে। ভারতে ‘ডেমি গড’ হিসাবে দেখা হয় ক্রিকেটারদের। সেই ভারতে খেলার জগতে আগেই প্রযুক্তির ছোঁয়া লেগেছে এবার নয়া নজির তৈরি হল ভারতীয় ক্রিকেটে। এবার থেকে প্রাকৃতিক পিচে নয় খেলা হবে হাইব্রিড পিচে। হিমাচল প্রদেশের ধরমশালায় হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে হাইব্রিড পিচ পাতা হয়েছে। সাধারণত মাটির ওপর বিভিন্ন স্তর তৈরি করে এখনো পিচ তৈরি করেন মাঠের কিউরেটররা। হিমাচল প্রদেশের ধরমশালার ক্রিকেট স্টেডিয়ামে ব্রিটিশ সংস্থা সিসগ্রাস হাইব্রিড পিচ পেতেছে। ব্রিটিশ সিনথেটিক টার্ফ তৈরির সংস্থা সিসগ্রাসের তৈরি হাইব্রিড পিচ মাঠে নয় তৈরি হয়েছে কারখানায়।
এই হাইব্রিড পিচে ৯৫% প্রাকৃতিক টার্ফের মধ্যে ৫% সিনথেটিক টার্ফ মেশানো হয়েছে। এই পিচ অনেক বেশি টেকসই। অনেকদিন খেলা যাবে বলে দাবি সংস্থার। সিসগ্রাস নামক সংস্থার আন্তর্জাতিক ক্রিকেট ডিরেক্টর হলেন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার পল টেলর। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি-ও টি২০ ও একদিনের ৫০ ওভারের ক্রিকেটে হাইব্রিড পিচে খেলার অনুমতি দিয়েছে। হিমাচল প্রদেশের ধরমশালার স্টেডিয়ামে কারখানায় তৈরি ২টি হাইব্রিড পিচ পাতা হয়েছে। একেবারে রেডিমেড কারখানায় তৈরি এই পিচ মাঠের নির্দিষ্ট জায়গায় পেতে দিলেই হল। ব্যস একেবারে তৈরি পিচ। ব্রিটিশ সংস্থা সিসগ্রাস রাগবি, হকির মতো খেলার জন্য কৃত্রিম মাঠও তৈরি করে। আপাতত ৩ রকমের পিচ তৈরি করেছে। একটা সবুজ ঘাসের পিচ, একটা শুকনো মাটির পাটা পিচ আর একটা পিচে সবুজ ও মাটির রঙ মেশানো হবে যেমন পিচে অল্প ঘাস থাকলে হয়।