কোপা ব্রাজিলের ম্যাচে মাঠে নেমেও বিদায় নিল নেইমারের দল
Neymar's team leaves the field in the Copa Brazil match

Truth Of Bengal: বৃহস্পতিবার কোপা ব্রাজিলের ম্যাচ দিয়েই তাঁর মাঠে ফেরাটা অনেকটাই নিশ্চিত ছিল। তৃতীয় রাউন্ডে দ্বিতীয় লেগের ম্যাচের শুরুতে রিজার্ভ বেঞ্চে কাটালেও ৬৬ মিনিটে দলের অন্যতম স্তম্ভ নেইমারকে মাঠে নামিয়েছিলেন স্যান্টোস কোচ ক্লেবার হাভিয়ার।
Escuchen la tremenda OVACIÓN que se lleva Neymar al salir del hotel.
Ídolo absoluto. 🥹🇧🇷pic.twitter.com/2kxLd57yYv
— Ataque Futbolero (@AtaqueFutbolero) May 22, 2025
কিন্তু ব্রাজিলিয়ান তারকা মাঠে নামলেও তাঁর দলের পরাজয় রক্ষা করতে পারেননি। প্রথম লেগে ১-১ গোলে ম্যাচ ড্র হওয়ার পর দ্বিতীয় লেগের ম্যাচ শেষ হয় অমীমাংসিতভাবে। ফলে স্বাভাবিকভাবেই ম্যাচ গড়ায় টাইব্রেকারে। আর সেখানেই প্রতিপক্ষের কাছে পরাজয় মানতে হয় নেইমারদের। ম্যাচের ফল ৫-৪।
এর ফলে দীর্ঘ একমাস বাদে চোট কাটিয়ে মাঠে ফিরেও দলকে বাঁচাতে পারলেন না নেইমার। ম্যাচ শেষে ব্রাজিলিয়ান তারকা জানান, ‘আমি মাঠে নামলে পরিস্থিতি ভিন্ন হয়। কেননা আমি মনে করি ২০ বা ২৫ মিনিটও যদি আমি মাঠে থাকি, তাহলেও ম্যাচের ফলাফল অন্যরকম হতে পারে। আসলে অনেকদিন পর মাঠে নামলাম। তাই সকলেরই জানা উচিত আমার পরিস্থিতিটা। সবাই জানেন আমরা কি অবস্থায় আছি, এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে গেলে শুধু আমি একা নই, সব খেলোয়াড়কেই প্রয়োজন।’
এদিকে দল পরাজিত হলেও, দীর্ঘদিন বাদে নেইমারকে মাঠে নামতে দেখে স্বাভাবিকভাবেই খুশি স্যান্টোসের ভক্তরা। ম্যাচ শেষে টিম বাসে ওঠার সময় নেইমারকে ঘিরে তাঁদের উন্মদনা ছিল চোখে পড়ার মত।