সুস্থ হলেই মাঠে ফিরবেন নেইমার, ২০২৫ সাল পর্যন্ত আল হিলালের সঙ্গে চুক্তি তাঁর
Neymar will return to the field only if he is healthy

The Truth Of Bengal : পিএসজি ছেড়ে আল হিলালে এসেছেন নেইমার। তিনি আসার সময় সঙ্গী করে নিয়ে এসেছেন চোট। মাঝে সাময়িকভাবে সুস্থ হয়ে উঠে বেশ কয়েকটা ম্যাচ খেলেছেন নেইমার। সৌদি আরবের ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে মাত্র ৫ ম্যাচ খেলেছেন। তারপরে ফের চোট। মাঝে মাঠে না দেখতে পেয়ে গুঞ্জন ছড়িয়ে ছিল , নেইমারের সঙ্গে আল হিলালের সম্পর্কের অবনতি ঘটেছে । ঝামেলা চলছে ক্লাব ও নেইমারের মধ্যে। যে কারণেই তাকে দেখতে পাওয়া যাচ্ছে না মাঠে।
নেইমারের মরসুম শেষ হয়ে যাওয়ায় তাঁকে বাদ দিয়েই স্কোয়াড ঘোষণা করেছে আল হিলাল। এতেই গুজব্ও রটে ছিল । নেইমারের সঙ্গে নাকি চুক্তি বাতিল করেছে আল হিলাল। এমন জল্পনা ও ছড়িয়ে ছিল । তবে এবার জানা গেল , চোট এমন পর্যায়ে রয়েছে যে নেইমার মাঠে নামতে পারছেন না। অসুস্থতার কারণে যে ম্যাচগুলো খেলছে আল হিলালে সেই ম্যাচগুলোর স্কোয়াডে রাখা হয়নি।
আসলে ২০২৫ সাল পর্যন্ত আল হিলালের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে নেইমার এসেছিলেন এই ক্লাবে। ক্লাবের সঙ্গে সম্পর্ক পতন বা ক্লাব ছেড়ে চলে যাওয়ার যে খবর ঘটেছিল তা একেবারেই তিনি সেরে উঠলেই মাঠে নামবেন বলেই জানা গেছে। উল্লেখ্য , নেইমার চোটে পড়ে ছিটকে যাওয়ায় সাত জন বিদেশি খেলোয়াড় কে নিয়ে খেলতে হয়েছিল আল হিলালকে।
FREE ACCESS