
The Truth of Bengal: পিএসজি ছেড়ে আল হিলালে গিয়েছেন নেইমার। তিনি আসার সময় সঙ্গী করে নিয়ে এসেছিলেন চোট আঘাত। মাঝে সাময়িকভাবে সুস্থ হয়ে উঠে বেশ কয়েকটা ম্যাচ খেলেছিলেন নেইমার। তারপরে ফের চোট। ছিটকে গিয়েছিলেন। তবে এবার ফিরলেন সৌদি আরবে। ৪ মাস পর ফিরে আসার পর ফুল দিয়ে বরণ করা হয় তাকে। তবে আগামী জুলাইয়ের আগে নেইমারের মাঠে ফেরার সম্ভাবনা নেই বলেই খবর। বিমান থেকে নামার সময় থেকে তিনি তার ফুল নিয়ে অভ্যর্থনা সবটাই তুলে ধরা হয়েছে আল হিলালের এক্সে। মাঝে মাঠে না দেখতে পেয়ে তাকে নিয়ে গুঞ্জন ছড়িয়ে ছিল, নেইমারের সঙ্গে আল হিলালের সম্পর্কের অবনতি ঘটেছে।
ঝামেলা চলছে ক্লাব ও নেইমারের মধ্যে। যে কারণেই তাকে দেখতে পাওয়া যাচ্ছে না মাঠে। বহু ম্যাচে তাকে পাওয়া যায়নি । নেইমারের মরসুম শেষ হয়ে যাওয়ায় তাঁকে বাদ দিয়েই স্কোয়াড ঘোষণা করেছে আল হিলাল। এতেই গুজব্ও রটে ছিল। নেইমারের সঙ্গে নাকি চুক্তি বাতিল করেছে আল হিলাল। এমন জল্পনা ও ছড়িয়ে ছিল বেশ। তবে এবার জানা গেল , চোট এমন পর্যায়ে রয়েছে যে নেইমার মাঠে নামতে পারছেন না। সে সব কিছু যে সত্য নয় তাই স্পষ্ট হলো এই ভিডিও তে ।
এদিকে 2025 সাল পর্যন্ত আল হিলালের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে নেইমার এসেছিলেন এই ক্লাবে। ক্লাবের সঙ্গে সম্পর্ক পতন বা ক্লাব ছেড়ে চলে যাওয়ার যে খবর ঘটেছিল তা একেবারেই ঠিক নয় তা স্পষ্ট। তিনি সেরে উঠলেই মাঠে নামবেন বলেই জানা গেছে। উল্লেখ্য , নেইমার চোটে পড়ে ছিটকে যাওয়ায় সাত জন বিদেশি খেলোয়াড় কে নিয়ে খেলতে হয়েছিল আল হিলালকে। আল হিলালে ফিরলেও নেইমারকে আপাতত স্কোয়াডে অন্তর্ভুক্ত করার সুযোগ নেই ক্লাবটির। চোটের কারণে মরসুম শেষ হয়ে যাওয়ায় তাঁকে স্কোয়াড থেকে বাদ দিয়ে আরেক ব্রাজিলিয়ান তারকাকে কিনেছে আল হিলাল।