মাহি আইপিএলে মাঠে নামছেন? ফেসবুক পোস্ট ঘিরে শুরু নতুন জল্পনা!
New speculation started around Dhoni's Facebook post!

The Truth Of Bengal : আইপিএলের নতুন মরশুম আগত আর কয়েকটা দিন পরে শুরু হবে টুর্নামেন্ট। সব দল যখন প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে সেরে রাখছে সেই মুহূর্তে সিএসকে নিরবে প্রস্তুতি সারছে। তার মাঝেই এবার ধোনির ফেসবুক পোষ্ট নতুন জল্পনা উসকে দিল। উদ্বোধনী ম্যাচেই মাঠে নামছে সিএসকে। মুখোমুখি হতে চলেছে আরসিবির। তার ঠিক দিন কয়েক আগেই আগেই হঠাৎ ধোনি নতুন জল্পনা তৈরি করে দিলেন।
আইপিএলের ঠিক সপ্তাহ দুয়েক আগে ধোনি ফেসবুক পোস্টে লিখেছেন নতুন মরসুমে নতুন ভূমিকায় নামার জন্য মুখিয়ে রয়েছেন । এবং সমর্থকদেরকে সঙ্গে থাকতে বলছেন । তবে নতুন ভূমিকা বলতে ধোনি কি বুঝিয়েছেন তা স্পষ্ট করেননি। তবে মাহি যে ভক্তকুলকে কাঁদিয়ে হঠাৎ করে আইপিএল থেকে অবসর নিয়ে নেবেন না তা স্পষ্ট। গতবছর আইপিএলের সময় জল্পনা চলছিল মাহি হয়তো আইপিএল শেষে অবসর নেবেন। তা তিনি করেননি, তিনি ২০২৪ এর আইপিএলে নামবেন। কিছুদিন আগেই হাটুর চোট থেকে সেরে উঠেছেন। আর দিন কয়েকের অপেক্ষা রয়েছে ।
তবে নতুন ভূমিকা বলতে ঠিক ধোনী কি বুঝিয়েছেন তা যতদিন না আইপিএল শুরু হচ্ছে ততদিন পর্যন্ত এই ধোঁয়াশা কাটবে না । আর এই ধোঁয়াশা একমাত্র কাটাতেই পারেন ধোনী নিজে ।এদিকে নতুন সমস্যা ও তৈরি হয়েছে সিএসকে তে । খেলোয়াড় ডেভন কন্ওয়েকে আইপিএলে পাবেনা সিএসকে। কারণ তার বা হাতে চোট লেগেছে। চলতি সপ্তাহে তার অস্ত্রপচার করা হতে পারে বলে জানা গিয়েছে। সুস্থ হতে এখনো বহু সময় লাগবে। ফলত তাকে ছাড়াই এই টুর্নামেন্টের নামবে সিএসকে প্লেয়াররা। কিউই তারকার চোট রীতিমতো চাপে ফেলেছে ধোনির সিএসকে কে। ঘর গোছানোর এই সময়ে ধোনির মন্তব্য বেশ তাৎপর্য পূর্ণ।
FREE ACCESS