বাগানে নতুন খেলোয়াড় আসবেন ! কামিংসের পাশে কি আরও এক ফুটবলার?
New players will come to the garden! Is there another footballer next to Cummings?

The Truth Of Bengal : লিগ শিল্ড জয় লাভ করলেও আইএসএল ফাইনালে গিয়ে হারতে হয়েছে মোহনবাগানকে। তবে সেই হারকে ভুলে এবার নতুন ভাবে এগোনোর ভাবনা রয়েছে মোহনবাগানের। নতুন মরসুমের সঙ্গে ভাবনা শুরু হয়েছে নতুন খেলোয়াড়কে নিয়েও । এই মুহূর্তে মোহনবাগানের ভাবনায় রয়েছে জেমি ম্যাকলারেন । মোহনবাগানে তিনি এই নতুন মরশুমে আসছেন কিনা তা নিয়ে কম জল্পনা হচ্ছে না । এদিকে শোনা গিয়েছে , ম্যাকলারেনকে বেশ মোটা অংকের প্রস্তাব পাঠিয়েছে মোহনবাগান। তবে চুক্তি এখনো পূর্ণ হয়নি , গোটা চুক্তি এখনো ঝুলে রয়েছে বলেই জানা গিয়েছে।
অজি এই ফুটবলার তার দেশের জাতীয় দরজা বন্ধ করে এদেশে মোহনবাগানে খেলতে আসবেন কিনা তা নিয়ে এখনো ফাইনাল কোন সিদ্ধান্তে আসতে পারেননি বলেই জানা গিয়েছে। তবে মোহনবাগান যে অর্থ প্রস্তাব তাকে দিয়েছে তা তিনি ফেলে দিতেও পারছেন না ।
এদিকে একটি চ্যাম্পিয়ন লিগের জন্য বেশ কিছু বদলের সম্ভাবনা রয়েছে মোহনবাগান টিমে। জানা গিয়েছে জনি কাউকো কে নতুন মরসুমে ছেঁটে ফেলা হতে পারে। নতুন মরসুম নিয়ে ময়দানের আর দুই দল কি ভাবছে তার স্পষ্ট নয় সমর্থকদের কাছে ।