
The Truth of Bengal: টোকিও অলিম্পিকে সোনা জয়ী নীরজ সামনের বছর নামবেন প্যারিস অলিম্পিকে । সে কারণে তার প্রস্তুতি চলছে । না এবার তিনি বেশ প্রস্ততি নিচ্ছেন। বিদেশের মাটিতে তবে চোট আঘাত থেকে মুক্ত থাকার জন্য বেশ কিছু টুর্নামেন্টে সামনের বছর অংশগ্রহণ করবেন না নীরজ। ২০২৪ সালে শুরু থেকে আর ট্রাকে নামার কোন সম্ভাবনা নেই ,নামবেন একেবারে মে মাসে । তার আগে প্রস্তুতি সারবেন তিনি বিদেশ থেকেই। প্যারিস অলিম্পিকে সোনা জয় করার স্বপ্ন দেখছেন নীরজ , সে কারণেই ৫ ডিসেম্বর থেকে তার বিদেশের মাটিতে শুরু হয়েছে প্রাকটিস। পচেস্ট্রুমে আগামী ৮৫ দিন মতো চলবে এই প্র্যাকটিস। সময়টা ফেব্রুয়ারির ২৯ তারিখ পর্যন্ত।
এতদিন বিদেশ থেকেই করবেন প্রাকটিস। পচেফস্ট্রুমে অনুশীলন সেরে যাবেন তুর্কিতে সেখানেও চলবে এটা দীর্ঘ সময়ের প্রস্তুতি ।তারপর আগামী মে ‘ মাসে নামবেন টুর্নামেন্টে , তার আগে আর কোন টুর্নামেন্টে নামবেন না তিনি। নীরজ এই মুহূর্তে বিদেশে থাকলেও আগেই বলে দিয়েছেন তার স্বপ্ন ৯০ মিটার পর্যন্ত জাভলিন ছোড়া। সেই লক্ষ্য কে পাথেয় করেই অনুশীলন শুরু হয়েছে নীরজ। ২০২৪ এর ১৯ শে মে রাভাতে লিগ অনুষ্ঠিত হবে। সেই টুর্নামেন্টে নীরজকে দেখা যেতে পারে সেই সঙ্গে দেখা যেতে পারে কিশোর জেনাকেউ। এই মুহূর্তে বিদেশের মাটিতে থাকলেও কিশোর জেনার রয়েছে দেশে। নীরজ বিদেশের মাটি থেকেই প্রস্তুতি নিচ্ছেন আর কিশোর দেশের মাটি থেকে প্রস্তুতি নিচ্ছেন ।
তিনি যোগ্যতা অর্জন করে টিকিট পেয়েছে অলিম্পিকর। ২০২৩ সাল টা নীরজের ভালো কেটেছে, তবে খারাপ সময়ের মধ্যে দিয়েও যেতে হয়েছে সবকিছু সরিয়ে রেখে অতীতকে পাথেয় করে ২০২৪এ সোনার ছেলে সোনা জয় করার লক্ষ্য নিয়েই এগোতে চান। নীরজ তার লক্ষ্যে পৌঁছোক এবং দেশকে সোনা উপহার দিকতা চান কাশ্মীর থেকে কন্যাকুমারীর আপামর দেশবাসী। এ বছর কয়েকটা ম্যাচে পূরণ করতে না পারলেও নীরজ আগামী বছরকেই করেছেন পাখির চোখ। সে কারণেই কম টুর্নামেন্টে অংশ নেওয়া এবং প্যারিস অলিম্পিকে নিজের সেরাটা দিয়ে আবারো সোনা জয় করা এটাই লক্ষ্য নিরাজয়ের।