খেলা

এশিয়ান গেমসে নিয়ে আশাবাদী নীরজ    

Neeraj Chopra

The Truth of Bengal: দেশের মানুষ নীরজ বলতেই বোঝেন নজির । তিনি অপ্রতিরোধ্য।  তবে এবার ইউজিনে অনুষ্ঠিত ডায়মন্ড লিগে পুরুষদের জ‌্যাভলিন ইভেন্টে দ্বিতীয় হলেন ভারতের সোনার ছেলে নীরজ চোপড়া ।  অল্পের জন্য দ্বিতীয় হলেন তিনি। এই নিয়ে পরপর দুটি ডায়মন্ড লিগে রুপো জিতেছেন  নীরজ।তবে তার সোনার স্বপ্ন অটুট ।  কে থামাবে দেশের ‘সোনার ছেলে’কে!  আবার তাকে দেখা যাবে বর্ষা ছোঁড়াতে । দেখা যাবে ৪ ঠা অক্টোবর । হানঝৌ এশিয়ান গেমসে ।টোকিও অলিম্পিকে সোনা জিতে দেশের স্বপ্নপূরণ করেছিলেন ভারতের জ্যাভলিন থ্রোয়াড় নীরজ চোপড়া। আক্ষেপ ছিল বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ নিয়ে।

ভারতের প্রথম ট্র্য়াক অ্যান্ড ফিল্ড অ্যাথলিট হিসেবে সোনা জিতে ইতিহাস গড়েন নীরজ। মাঝে জিতেছিলেন ডায়মন্ড। খেতাব ধরে রাখার লক্ষ্যেই নেমেছিলেন। তবে ইউজিনের পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া সহজ ছিল না। প্রচণ্ড হাওয়া। সেখানে লক্ষ্য স্থির রাখা কঠিন। দু-বার ফাউলও হল নীরজের। সেরা থ্রো এল দ্বিতীয় প্রচেষ্টায়। ৮৩.৮০ মিটার ছোড়েন। এর পর দূরত্ব কমেছে, দ্বিতীয় হিরের সঙ্গে দূরত্ব বেড়েছে। এ মরসুমে প্রথম বার কোনও ইভেন্টে ৮৫ মিটারের কম দূরত্বে ছুড়লেন নীরজ। তবে। তার স্বপ্নের ৯০ মিটার অধরা । সেই অধরা ৯০ মিটারের দৌড়ে নীরজ । তিনি আশাবাদী । বললেন , হানঝাউ এশিয়ান গেমসে ফের দেখা হবে আর্শাদ নাদিমের সঙ্গে ।

তখন তার স্বপ্ন ফের পূরণ হবে ।হাংঝউ গেমস শুরু হবে ২৩ সেপ্টেম্বর। চলবে ৮ অক্টোবর পর্যন্ত। অ্যাথলেটিকস ইভেন্টে নীরজের জ্যাভলিন থ্রো ফাইনাল রয়েছে ৪ অক্টোবর। এই ইভেন্টের দিকে বিপুল প্রত্যাশা নিয়ে তাকিয়ে থাকবেন দেশবাসী। নীরজ জানিয়েছেন, ‘সামনে বেশকিছু প্রতিযোগিতা রয়েছে। এরমধ্যে অন্যতম এশিয়ান গেমস। হাংঝউয়ে সেরা পারফরম্যান্স মেলে ধরার ব্যাপারে আমি আত্মবিশ্বাসী।’আরও একটা সোনা নিয়ে ২০২৩ সালটা শেষ করতে চান ভারতের জ্যাভলিন সুপারস্টার নীরজ চোপড়া।

Related Articles