
The Truth of Bengal: টান টান উত্তেজনার মধ্যে দিয়েই টি টোয়েন্টি বিশ্বকাপে পৌঁছে গেল নামিবিয়া। তানজানিয়াকে ৫৮ রানে হারিয়ে আগামী জুনে বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে নামিবিয়া। বাছাইপর্বে এখন পর্যন্ত ৫এ ৫ নামিবিয়া । ৫ ম্যাচ খেলে অপরাজিত রয়েছে তারা। জিম্বাবুয়েকে হারিয়েছে ৭ উইকেট। উগান্ডা কে ৬ উইকেটে। গত বছর অস্ট্রেলিয়ায় আয়োজিত টি-২০ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে চমকে দিয়েছিল নামিবিয়া।
এবার তারা নামবে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ ও মার্কিন যুক্তরাষ্ট্রে হতে চলা টি২০ বিশ্বকাপ ২০২৪-এ। এর আগে ২০২১ সালে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ পেয়েছিল নামিবিয়া। ২০ দলের ২০২৪ আসর হবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে। ১৮ দলের জায়গা নিশ্চিত হয়েছে আগেই। উল্লেখ্য , ফুটবলের মতো ক্রিকেটকে পৃথিবীব্যাপী জনপ্রিয় করে তুলতে টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলের সংখ্যা বাড়িয়েছে আইসিসি।
তাই এবার ২০ দল নিয়ে টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। এর আগে, ২০২১ সালে ১২ দল নিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিশ্বকাপ আয়োজিত হয়েছিল। গত বছর অস্ট্রেলিয়ায় আয়োজিত টি-২০ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে চমকে দিয়েছিল নামিবিয়া। এবার তারা নামবে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ ও মার্কিন যুক্তরাষ্ট্রে হতে চলা টি২০ বিশ্বকাপ ২০২৪-এ। টানি তিনটি টি-২০ বিশ্বকাপের মূলপর্বে খেলার যোগ্যতাঅর্জন করল নামিবিয়া।