আমার ক্রিকেটার হওয়ার পিছনে বাবা ও মায়ের সংগ্রাম অপরিসীম: বৈভব
My parents' struggle behind me becoming a cricketer is immense: Vaibhav

Truth Of Bengal: সোমবার আইপিএল-র ম্যাচে রাজস্থান রয়্যালসের হয়ে দুরন্ত সেঞ্চুরি হাঁকিয়েছেন বৈভব সূর্যবংশী। যা এক অনন্য নজিরও বটে। ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের এই সাফল্যকে বৈভব উৎসর্গ করলেন নিজের মা ও বাবাকে। বৈভব জানান, ‘তিনি এখনও পর্যন্ত যে সাফল্য অর্জন করেছেন তার সবের পিছনেই রয়েছে তাঁর মা ও বাবার জন্যই।’
𝙏𝙖𝙡𝙚𝙣𝙩 𝙢𝙚𝙚𝙩𝙨 𝙊𝙥𝙥𝙤𝙧𝙩𝙪𝙣𝙞𝙩𝙮 🤗
He announced his arrival to the big stage in grand fashion 💯
It’s time to hear from the 14-year old 𝗩𝗮𝗶𝗯𝗵𝗮𝘃 𝗦𝘂𝗿𝘆𝗮𝘃𝗮𝗻𝘀𝗵𝗶 ✨
Full Interview 🎥🔽 -By @mihirlee_58 | #TATAIPL | #RRvGT https://t.co/x6WWoPu3u5 pic.twitter.com/8lFXBm70U2
— IndianPremierLeague (@IPL) April 29, 2025
তবে এরপরই নিজের সাফল্য যে সহজে আসেনি তাও জানাতে ভুললেন না বৈভব। তিনি বলেন, ‘আমার মা প্রতিদিন আমার অনুশীলনের জন্য ভোরবেলা ঘুম থেকে উঠতেন। এবং আমার জন্য খাবার বানিয়ে দিতেন। মা সারাদিন হাড়ভাঙা পরিশ্রম করার পর রাতের বেলা মাত্র ৩ ঘণ্টা ঘুমোতেন।
এমনকি আমার বাবাও তাঁর কাজ ফেলে আমার পিছনে সময় দিতেন। সেইদিনকার স্মৃতিগুলি আজ আমার বড় মনে পড়ছে। আজ আমার বড় দাদা আমাদের সংসার চালান। আমি বড় ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখেছিলাম ছোট থেকেই। সেই স্বপ্ন বাস্তবায়িত করার জন্য আমার বাবা-মা যথেষ্ট পরিশ্রম করেছেন। যা আমি কখনই ভুলতে পারব না। আজ আমার যাবতীয় সবকিছু তাঁদেরই জন্য।’