IPL 2025খেলা

ঘরের মাঠে আজ মুম্বইয়ের ডু-অর-ডাই ম্যাচ

Mumbai's do-or-die match at home today

Truth Of Bengal: সোমবার রাতে বাণিজ্য নগরীর ওয়াংখেড়ের মাঠে আইপিএল-র ম্যাচে মাঠে নামবে মুম্বই ইন্ডিয়ান্স। হার্দিক ব্রিগেডের কাছে আজকের ম্যাচ ডু-অর-ডাই ম্যাচ। কেননা আগের দুটি ম্যাচে হার্দিক-রোহিতদের ম্যাচ হেরেই মাঠ ছাড়তে হয়েছে। কাজেই আইপিএল-র আসরে টিকে থাকতে হলে নাইটদের বিপক্ষে ম্যাচে জয় ছাড়া আর অন্য কোনও পথ খোলা নেই।

এই মুহূর্তে পয়েন্ট টেবিলের সবচেয়ে নীচে থাকা দল মুম্বই। সেই কারণে পয়েন্টের খাতা খুলতে তারা যে ঘরের মাঠের ম্যাচ থেকে পুরো সুযোগ কাজে লাগাতে মরিয়া হয়ে উঠবে এটাই স্বাভাবিক ব্যাপার। মুম্বই দল এবারের যে দুটি ম্যাচে পরাজিত হয়েছে, তার অন্যতম কারণ হল ব্যাটিং ব্যর্থতা। কেননা প্রথম ম্যাচে তাদের ব্যাটিং-এর সেরা দুই অস্ত্র রোহিত শর্মা ও সূর্য কুমার যাদব দুজনেই ব্যর্থ হয়েছেন। কাজেই দুই অভিজ্ঞ ব্যাটার রান না পাওয়াতে সমস্যা বেড়েছে মুম্বইয়ের। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিং বিভাগেও প্রথম ম্যাচে ভিগ্নেশ ৩টি উইকেট নিলেও তাঁকে ম্যাচ উইনার সে এখনও হয়নি। কাজেই বুমরার অভাব প্রতিনিয়ত ভুগতে হচ্ছে হার্দিকদের।

প্রথম ম্যাচের মত দ্বিতীয় ম্যাচেও মুম্বই ব্যাটাররা ব্যর্থ হলেন। সূর্য কিছুটা রান করলেও হার্দিক কিংবা রোহিত রান পেলেন না। তিলক ভার্মা চেষ্টা করেছিলেন। কাজের কাজ হয়নি। এই অবস্থায় কলকাতা নাইটদের বিপক্ষে মুম্বইকে ম্যাচ জিততে গেলে অবশ্যই রান পেতে দলের ব্যাটিং লাইনআপকে। না হলে কিন্তু বিপদ বাড়বে বই কমবে না।

অপর দিকে, নাইটরা প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয় ম্যাচে রাজস্থানকে হারিয়েছে। ওপেনার ডিকক ছন্দে রয়েছেন। নির্ভরতা দিচ্ছেন রাহানে, অঙ্কৃশরা। তবে মুম্বইয়ের বিপক্ষে রান পেতে হবে ভেঙ্কেটশ, নারিন এবং রাসেলকে। না হলে বিপদ হতে পারে নাইটদের-ও। মনে করা হচ্ছে এই ম্যাচে মুম্বই- দলে ইমপ্যাক্ট খেলোয়াড় হিসাবে থাকবেন ভিগ্নেশ এবং নাইটদের হয়ে থাকার সম্ভাবনা রয়েছে অঙ্কৃশের।

Related Articles