খেলা
Trending

মুম্বইয়ের বিরূদ্ধে জয় অধরা বাগান শিবিরের, দুই এক গোলে শেষ হলো খেলা

Mumbai City FC stopped the victory chariot of the last ISL winners.

The Truth Of Bengal: গতবারের আইএসএল জয়ীদের বিজয় রথ থামলো  মুম্বাই সিটি এফসি । দুই এক গোলে শেষ হলো খেলা। ঘটনাবহুল এই ম্যাচে আই এস এল এর প্রথম হার মোহনবাগানের। গোল করেন মোহনবাগানের কামিংস ও মুম্বাই সিটি এফসির স্টুয়ার্ট ও বিপিন।

সবুজ মেরুনের বিজয় রথ থমকে গেল মুম্বাই সিটি এফসির বিপক্ষ ম্যাচে। এদিনের  এই ম্যাচটা বেশ ঘটনা বহুল হয়েছিল। ম্যাচে পাঁচটা লাল কার্ড ৮ টা হলুদ কার্ড দেখতে হয়েছিল দু’দলের খেলোয়ারদেরকে । বাণিজ্য নগরীতে টানটান উত্তেজনার মাধ্যমে শেষ হয়েছে এই ম্যাচ। যেখানে মোহনবাগানকে ২-১  গোলে হারতে হয়েছে।  ইন্ডিয়ান সুপার লিগে গতবারের চ্যাম্পিয়ন দল মোহনবাগান দুর্দান্ত পারফরম্যান্স করছে কিন্তু মুম্বাইয়ের বিরুদ্ধে গিয়ে এই ম্যাচে আর পারেনি । একটা গোল শোধ করতে পারেনি মোহনবাগান। এই  ম্যাচে মুহুর্মুহু উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় । তার পাশাপাশি সাহাল এই ম্যাচে নামতে পারেনি তার চোট রয়েছে,  ছিটকে গিয়েছেন সাহাল । তাকে বাদ দিয়ে  কোচ জুয়ান ফেরেন্দোকে দল সাজাতে হয়েছিল।

এদিন মোহনবাগানের কামিন্সই যে গোল করেন সেই গোল ই  রয়েছে।  তারপর আর কেউ গোল করে উঠতে পারেনি বাগান শিবির । এদিকে মুম্বাই সিটি এফসি র স্টুয়ার্ট ও বিপিন দুজনে দু গোল করেন । মুম্বাইয়ের বিরুদ্ধে গত ম্যাচে  ড্র করেছিললাল হলুদ  আর এই একটি দল  মুম্বাইয়ের বিরুদ্ধে সবুজ মেরুন দল  গোল হজম করতে হলো । এই ম্যাচে হারের অন্যতম কারণ হিসেবে বিশ্লেষকেরা মনে করছেন দলের খেলোয়াড়দের বেশিরভাগই চোট আঘাতে জর্জরিত। মরসুমের শুরুতে ছিটকে গিয়েছেন আশিক কুরুনিয়ন। এই ম্যাচ দলের দুই ফরোয়ার্ড দিমিত্রি ও মনবীর কে মাঠে নামতে দেখা যায় ।

Free Access

Related Articles