
The Truth Of Bengal : টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই বদলে যাবে ভারতীয় ক্রিকেট বোর্ডের কোচ । এ বছর জুন মাস পর্যন্ত রাহুল দ্রাবিড়ের চুক্তি রয়েছে বোর্ডের সঙ্গে। তারপর নতুন করে নিয়োগ করা হবে , কে হবেন নতুন কোচ তা এখনো স্পষ্ট নয় ।
জানা গিয়েছে এর মাঝেই বিসিসিআই বেশ কয়েকজনের সঙ্গে কথা বলছেন কোচের দায়িত্ব নে্ওয়ার জন্য । তার মধ্যে রয়েছেন স্টিফেন ফ্লেমিং । দ্রাবিড়ের উত্তরসূরী হিসেবে তার নাম ভাবা হচ্ছে বলে জানা গিয়েছে। আইপিএলে ২০০৯ সাল থেকে চেন্নাইয়ের দায়িত্বও সামাল দিচ্ছেন ফ্লেমিং । ট্রফিও জিতিয়েছেন দলকে। চেন্নাই দলকে যেভাবে প্রশিক্ষণ দিয়েছেন ফ্লেমিং তাতে খুশি বিসিসিআই । চেন্নাই কে ৫ বার তিনি আইপিএল জিতিয়েছেন সেই ফ্লেমিংয়ের সঙ্গে কথা বলছেন বোর্ড কর্তারা । তার পাশাপাশি এই লড়াইয়ে নাম উঠে আসছে ভি ভি এস লক্ষণের। জাতীয় ক্রিকেট একাডেমির প্রধানও। আন্তর্জাতিক ক্রিকেটে খেলার অভিজ্ঞতাও রয়েছে তার । লক্ষণ যদি দায়িত্ব নিতে চান তাহলে তাকেই করা হতে পারে কোচ । যদিও আগেই বোর্ড সচিব জয় শা জানিয়েছেন চাইলে রাহুল দ্রাবিড় ফের আবেদন করতে পারেন। খুব শীঘ্রই এ বিষয়ে বিজ্ঞাপন দেওয়া হবে বলে জানা গিয়েছে। নতুন যিনি কোচ হবেন তার সঙ্গে ২০২৭ সাল পর্যন্ত চুক্তি থাকবে বলে আগেই জানিয়েছিলেন বোর্ড কর্তারা । দ্রাবিড় এবার কি করবেন সেদিকেই রয়েছে নজর সকলের।