সমর্থকদের অনুপ্রেরণাতেই ফাইনালে উঠবে মোহনবাগান
Mohun Bagan will reach the final with the support of the fans

The Truth Of Bengal : আইএসএল সেমিফাইনালের প্রথম পর্বে ওড়িশার কাছে হারতে হয়েছে মোহনবাগানকে। তারপর থমথমে মুখে ভুবনেশ্বর থেকে কলকাতায় আসেন মোহনবাগান ফুটবলাররা তবে এরপরে অর্থাৎ রবিবার যুবভারতীতে রয়েছে মোহনবাগানের দ্বিতীয় ম্যাচ। এই ম্যাচ কে পাখির চোখ করে এগোচ্ছে গোটা দল। মোহনবাগান খেলোয়াড়রা চাইছেন পরবর্তী ম্যাচে ঘুরে দাঁড়াতে।
শুভাশিস বসুরা চাইছেন নিজেদের ঘরের মাঠে সমর্থকদের সামনেই তারা ফাইনালে উঠতে । সমর্থকেরাই তাদের অনুপ্রেরণা । যুবভারতীর দর্শকদের চিৎকারের সামনে চাপে পড়বে বিপক্ষ টিম । এই হারের পর হাবাস মনে করছেন কলিঙ্গ স্টেডিয়ামে ওড়িষ্যার কাছে হারার কারণ খেলোয়াড়রা আত্মতুষ্ট হয়ে পড়েছিল , ব্যক্তিগত ভুলের জন্যই হারতে হয়েছে। ওড়িশা এফসির হয়ে ২-১ গোলে হেরেছে হাবাস বাহিনী। মোহনবাগানের হয়ে গোল করে মনবীর।
আইএসএল ফাইনালের স্বপ্ন দেখতে হলে সেমিফাইনালের দ্বিতীয় লেগে ঘরের মাঠে ওড়িশা এফসিকে হারাতেই হবে। সেক্ষেত্রে মোহনবাগানের দিক থেকে ম্যাচের ফলাফল হতে হবে ২-০ বা ৩-১ বা ৪-২ । অর্থাৎ দু গোলে যদি জিতে যায় মোহনবাগান তবেই আইএসএল ফাইনালে খেলতে পারবে দল। সেজন্য হাবাস খেলোয়াড়দেরকে প্রচুর প্র্যাকটিসের মধ্যে রাখবেন বলেই জানা গেছে। লিগ শিল্ড জেতার আনন্দ তুলে রেখেছে দল । আইএসএলের ট্রফির দিকে এখন নজর গোটা দলের । তার আগে যদিও ফাইনাল পর্যন্ত পৌঁছতে চায় মোহনবাগান।