খেলা

এরিয়ানকে হারিয়ে টি-টোয়েন্টি মহিলা ক্রিকেট লিগ জয় মহমেডানের

Mohammedan wins T20 Women's Cricket League by defeating Area

Truth Of Bengal: সিএবি পরিচালিত চলতি মরসুমের মহিলাদের টি-টোয়েন্টি ক্রিকেট লিগের খেতাব জয় করল মহমেডান। শুক্রবার ইডেন গার্ডেন্সে আয়োজিত ম্যাচে সাদা-কালো ব্রিগেডের প্রমীলা বাহিনী ৪৬ রানে পরাজিত করে এরিয়ান ক্লাবকে।

মহমেডান স্পোর্টিংয়ের হয়ে দুরন্ত ব্যাট করেন অদ্রিজা সরকার। ৫৬ বলে ৫৯ রানের ইনিংস উপহার দেন তিনি। এই ম্যাচে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন জাতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়, প্রাক্তন জাতীয় মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামী সহ বিশিষ্টরা।

ম্যাচের প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে মহমেডান স্পোর্টিংয়ের সংগ্রহ ১৩৭ রান। জবাবে ব্যাট করতে নেমে এরিয়ান্স ক্লাবের সংগ্রহ ১৫.৩ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ৯১ রান। যেহেতু এরিয়ানের ব্যাটিংয়ের সময় বৃষ্টি শুরু হয় এবং আবহাওয়ার কোনও উন্নতি না হওয়ায় সর্বোচ্চ রান রেটের কারণে মহমেডানকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়।

প্রধান অতিথি সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, ‘টুর্নামেন্টের খেতাব জয়ের জন্য আমি মহমেডান স্পোর্টিংয়ের খেলোয়াড়দের অভিনন্দন জানাই। তবে তাদের প্রতিপক্ষ এরিয়ান দলও খারাপ খেলেনি। আমি মনে করি মহিলা ক্রিকেটে উন্নতির ক্ষেত্রে এই ধরনের টুর্নামেন্টগুলি আগামী দিনে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’

প্রাক্তন জাতীয় মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামী বলেন, ‘খেতাব জয়ের জন্য মহমেডান স্পোর্টিংয়ের সকল খেলোয়াড়দের আমি শুভেচ্ছা জানাই। অদ্রিজা ভাল ব্যাটিং করেছে। এর পাশাপাশি আমি আশা করব এই ম্যাচের অভিজ্ঞতা এরিয়ানের ক্রিকেটাররা আগামী দিনে কাজে লাগাবেন।’

 

Related Articles