খেলা

তিন ম্যাচ পরে ফের জয়ের সরণীতে মেসিদের মিয়ামি

Messi's Miami back on winning streak after three matches

Truth Of Bengal: মাঝে সময়টা একেবারেই ভাল যাচ্ছিল না মেসি বা ইন্টার মিয়ামির কারোর-ই। একাধিক ম্যাচে যেমন গোল পাচ্ছিলেন না এলএম টেন, ঠিক তেমনই জয়ের দেখা পাচ্ছিল না মিয়ামিও। কিন্তু রবিবার সেই বাজে সময় কাটিয়ে আবার ভাল সময়ে ফিরেছে মিয়ামি। ফ্লোরিডায় মেজর লিগ সকারের ম্যাচে বড় ব্যবধানে জয় পেল ইন্টার মিয়ামি। ৪-১ গোলের ব্যবধানে নিউইয়র্ক রেডবুলসকে হারালেন মেসিরা।

এই ম্যাচে জয় পাওয়াটা মেসিদের পক্ষে একান্তই জরুরী ছিল। তিন ম্যাচে জয় অধরা থাকার পর এটা তাদের প্রথম জয়। ম্যাচের ৯ মিনিটের মাথায় ফাফার গোলে প্রথম এগিয়ে যায় মিয়ামি। এরপর দ্বিতীয় গোলের জন্য মিয়ামিকে অপেক্ষা করতে হয় প্রায় ২০ মিনিট। মিয়ামির হয়ে ৩০ মিনিটে দ্বিতীয় গোল করেন মার্সেলো।

মিয়ামি তাদের তৃতীয় গোলের দেখা পায় ম্যাচের ৩৯ মিনিটে। মেসিদের দলের হয়ে স্কোরশিটে নাম তোলেন উরুগুয়েন তারকা লুইস সুয়ারেজ। অপর দিকে রেডবুলসের হয়ে ব্যবধান কমান ইরিক মটিং। তবে ইন্টার মিয়ামির হয়ে ফের ব্যবধান বাড়িয়ে জয় নিশ্চিত করলেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি।

ম্যাচ জিতে পয়েন্ট তালিকার চার নম্বরে উঠে এসেছে মিয়ামি। তাদের সংগ্রহ ১০ ম্যাচে ৬টি জয়, তিনটি ড্র ও একটি হার নিয়ে মেসিদের সংগ্রহ ২১।

Related Articles