খেলা

পিএসজি নিয়ে একি বললেন এমবাপে!

Mbappe said one thing about PSG!

The Truth Of Bengal :  নতুন দলে গিয়ে পুরনো দল নিয়ে মুখ খুলেছেন এমবাপে। গত কয়েক মাস ধরে চেষ্টা করেছেন দল ত্যাগের , পিএসজি ছাড়ার । কিন্তু তা করেননি । অবশেষে দল ত্যাগ করেছেন। গেলেন রিয়ালে। তিনি জানিয়েছেন , একটা সময়ে দল মাঠে নামতে দেবে না বলেছিল। তবে কোচ লুইস এনরিকে তাকে বাঁচিয়ে ছিল। না হলে পিএসজির হয়ে আর মাঠেই নামতে পারতেন না এমবাপে।

সাত বছর ধরে পিএসজির হয়ে ধারাবাহিকভাবে পারফর্ম করেছেন এমবাপে । গোলের পর গোল করেছেন । দলকে জিতিয়েছেন । নিজের ফুটবলীয় দক্ষতাকে সম্মান করে গেছেন । মুখ বুজে সব সহ্য করেছেন । কোনো কথা বলেননি । অবশেষে মুখ খুললেন । পিএসজির অব্যবস্থা নিয়ে সরব এমবাপে । মেসি নেইমার ও সরব হয়েছেন এর আগে । মাঝে এমবাপে- মেসি- নেইমারের অনবদ্য জুটি একের পর এক ম্যাচ জিতিয়েছে । মেসি নেইমার পিএসজি ছেড়েছে । থেকে গিয়েছিলেন এমবাপে । অবশেষে তিনি এবার   সব জল্পনার অবসান ঘটিয়ে দল ছাড়লেন এমবাপে  ।  মেসি নেইমার পিএসজি ছাড়ার পর একের পর এক ম্যাচে গোল করে দলকে জিতিয়ে ছেন এমবাপে। সেই এমবাপে টিকতে পারছিলেন না দলে । দল ছাড়বেন মনস্থির করেছিলেন । অবশেষে ছেড়েছেন পিএসজি। গিয়েছেন রিয়ালে ।

পিএসজিতে কিছু সিদ্ধান্ত মেনে নিতে পারছিলেন না এমবাপে তা নিয়েও মুখ খুলেছেন। তার পরেও ইতিবাচক থাকার চেষ্টা চালিয়েছেন । কোচ ও সতীর্থরা তাকে যে সাহায্য করেছে তা একবাক্যে স্বীকার করেছেন এমবাপে । প্রসঙ্গত পিএসজির হয়ে এমবাপে ৬৫৫ কোটি টাকার বেতন পেলেও , এবার রিয়ালে এসে তিনি ১৩৬ কোটি টাকা বেতন পাবেন।  এর আগে এমবাপে  ২০১৭ সালে মোনাকো ছেড়ে পিএসজিতে নাম এসেছিলেন ।

 

 

 

Related Articles