
Truth Of Bengal: মাঠে সময়টা একেবারেই ভাল যাচ্ছে না ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপের। তবে এই সময় খারাপের মাঝেই একটা সুখবর পেলেন ফরাসি স্ট্রাইকার। ২০২৩-২৪ মরশুমের ফরাসি ফুটবলের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হলেন তিনি। এই নিয়ে চতুর্থবারের মত এই খেতাব জয় করলেন এমবাপে।
প্রসঙ্গত ফরাসি ফুটবল ম্যাগাজিনের দেওয়া এই পুরস্কারটি রিয়ালের স্ট্রাইকার প্রথম জিতেছিলেন ২০১৮ সালে। তারপর ১৯ সালেও তাঁর মাথায় শোভা পেয়েছিল এই সম্মান। তৃতীয়বার ফরাসি স্ট্রাইকার এই খেতাব জয় করেছিলেন ২০২২-২৩ মরশুমে।
প্রসঙ্গত, গত মরশুমে পিএসজির হয়ে নিজের মরশুমের সব প্রতিযোগিতা মিলিয়ে ৫২টি গোল করেছিলেন এমবাপ্পে। লিগের পাশাপাশি জিতেছেন ফ্রেঞ্চ কাপের ট্রফিও। এর মধ্যে তাঁর নেতৃত্বেই ইউরো ২০২৪ এর সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছিল ফ্রান্স। আর এসবের স্বীকৃতিস্বরূপই ফরাসি স্ট্রাইকার মনোনীত হয়েছেন বর্ষসেরা ফুটবলার হিসেবে।
ফরাসি সংবাদমাধ্যম সূত্রে খবর, এই বর্ষসেরা পুরস্কারের জন্য কিলিয়ান এমবাপেকে ভোট দেননি দুই ফরাসি তারকা করিম বেঞ্জেমা ও কান্তে। প্রাক্তন ফরাসি অধিনায়ক নাকি তাঁর পছন্দের ফুটবলার হিসেবে ভোট দিয়েছিলেন কামাভিঙ্গা, ব্র্যাডলি, বারকোলা এবং ওয়ারেন জাইরেকে।
অপর দিকে কান্তে ভোট দিয়েছিলেন সালিবা, কুন্দে এবং কামাভিঙ্গাকে। তবে লড়াই হয়েছে স্ট্রাইকার বনাম ডিফেন্সের। অর্থ্যাৎ এমবাপে বনাম সালিবার। হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ পর্যন্ত ৫৬টি ভোট পান এমবাপে। এবং ৫১টি ভোট পান সালিবা।