খেলা

সালাহ, ইয়োকেরেসকে সরিয়ে ইউরোপের গোল্ডেন বুট জয় এমবাপের

Mbappe beats Salah, Yokeres to win European Golden Boot

Truth Of Bengal: ইউরোপের শীর্ষ পাঁচ লিগের চ্যাম্পিয়ন দল নির্ধারণের পাশাপাশি, শেষ হয়ে গিয়েছে এই লিগগুলি-ও। তারই মধ্যে জল্পনা চলছিল এবারের ইউরো- লিগের গোল্ডেন বুট কার হাতে শোভা পাবে তা নিয়ে। তালিকায় ছিলেন, মহম্মদ সালাহ, ভিক্টর গয়োকেরেস, হ্যারি কেইন, রবার্ট লেওয়ানডস্কি থেকে শুরু করে কিলিয়ান এমবাপে পর্যন্ত। কিন্তু এদেরকে পিছনে ফেলে দিয়ে ইউরোপের সোনার বুট জয় করে নিলেন রিয়াল মাদ্রিদের ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপে। রিয়ালের জার্সি গায়ে এই প্রথম সোনার বুট জয় করলেন তিনি।

শনিবার রিয়াল সোসিয়াদের বিপক্ষে লা লিগার ম্যাচে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। সেই ম্যাচে রিয়ালের হয়ে জোড়া গোল করেন ফরাসি স্ট্রাইকার। এবং তারপরই তিনি তাঁর সঙ্গে সোনার বুট জেতার লড়াইয়ে থাকা মহম্মদ সালাহ, ভিক্টর গয়োকেরেসকে পিছনে ফেলে দিলেন। রিয়ালের জার্সিতে তৃতীয় ফুটবলার হিসেবে এই খেতাব জয় করলেন এমবাপে। তাঁর আগে মাদ্রিদের ক্লাবটির হয়ে এই খেতাব জয় করেছিলেন, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও হুগো স্যানচেজ।

ফরাসি স্ট্রাইকার গত গ্রীষ্মে পিএসজি ছেড়ে যোগ দিয়েছিলেন মাদ্রিদের ক্লাবটিতে। এই ক্লাবে যোগ দিয়েই অভিষেক মরসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে মোট ৫৫টি ম্যাচ খেলেছেন। গোল করেছন ৪২টি। লা লিগায় এমবাপের মোট গোল ৩১। গোলসংখ্যার বিচারে গয়োকেরেস ৩৯ গোল করে এগিয়ে থাকা সত্ত্বেও (ইউরোপের শীর্ষ পাঁচ লিগের গোলের মান বেশি হওয়ার কারণে) সোনার বুট জিতে নেন এমবাপে।

এক নজরে দেখে নেওয়া যাক এমবাপের সঙ্গে এই তালিকায় কোন দলের কারা কারা ছিলেন…..

Related Articles