ডার্বিতে ছন্দে থাকা মোহনবাগানই এগিয়ে মানস ভট্টাচার্য
Manas Bhattacharya leads Mohun Bagan in the derby

Truth Of Bengal : আগামী ১১ তারিখ ডার্বি ম্যাচ। আবার মুখোমুখি বাঙালির আবেগের দুই প্রধান। এই ম্যাচের তিন দিন আগেই নিজের প্রতিক্রিয়া জানালেন প্রাক্তন জাতীয় ফুটবলার মানস ভট্টাচার্য।
এবারের আইএসএলে দূরন্ত ছন্দে রয়েছে মোলিনার দল। তার ফলে পয়েন্ট টেবিলের শীর্ষেও রয়েছে তারা। মাঝে কিছুটা সময় দলের গুরুত্বপূর্ণ ফুটবলার গ্রেগ স্টুয়ার্ট ছিটকে যাওয়ায় কিছুটা চিন্তায় ছিলেন বাগান কোচ। কিন্তু ডার্বির আগে স্টুয়ার্ট সুস্থ হয়ে অনুশীলনে যোগ দেওয়ায় মোহনবাগান কোচ অনেকটাই চিন্তামুক্ত হয়েছেন এটা বলার অপেক্ষা রাখে না। আর ডার্বিতে যদি স্টুয়ার্ট প্রথম একাদশে খেলেন এবং মোহনবাগান যে ছন্দে রয়েছে তা ধরে রাখতে পারলে অবশ্যই লাল-হলুদ ব্রিগেডের থেকে এগিয়ে থাকবে মোলিনার ছেলেরা।
অপর দিকে ইস্টবেঙ্গলকে ডার্বি ম্যাচের আগে অনেকটাই পিছিয়ে দিয়েছে ওদের চোট-আঘাতের সমস্যা। আনোয়ারের মতো ডিফেন্ডার মুম্বই ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়লেন। কাজেই আনোয়ার যদি না খেলতে পারেন, তাহলে অবশ্যই সমস্যায় পড়বে লাল-হলুদ ডিফেন্স। কেননা, আনোয়ার মাঝমাঠ থেকে ডিফেন্সটা ভালোভাবেই সামলাচ্ছিল।
আইএসএল-র শুরুটা ভাল না হলেও দলটা এখন ছন্দে ফেরার সময় এইরকম চোট-আঘাত এবং আগের ম্যাচগুলিতে পিছিয়ে পড়েও যেভাবে খেলায় ফিরেও ডিফেন্সের ভুলে পয়ন্ট হারাল, তা যথেষ্ট উদ্বেগের। কেননা মাথায় রাখতে হবে ডার্বি ম্যাচ, কিন্তু সম্পূর্ণ অন্য একটি ম্যাচ। এই ম্যাচে একটি ভুল মানেই সব শেষ। পাশাপাশি মোহনবাগান দলটা এবার অনেকটাই শক্তিশালী ইস্টবেঙ্গলের থেকে। প্রতিটি বিভাগেই বিকল্প প্লেয়ার তৈরি আছে। ফরোয়ার্ড এবং ডিপ ডিফেন্স দুটোই তৈরি আছে। সুতরাং সব বিভাগেই প্রতিপক্ষে এগিয়ে থাকার সুবাদেই ডার্বিতে কিছুটা হলেও ফেবারিট মোহনবাগান
তবুও আমি বলছি, ডার্বি ম্যাচ সব সময়ই ফিফটি। অনেক ম্যাচেও দেখা গিয়েছে অপেক্ষাকৃত কম দল বাজিমাত করেছে প্রতিপক্ষ। সুতরাং যে ম্যাচে সবকিছুকে ছাপিয়ে গিয়ে নিজের সেরাটা দিতে পারবে সেই দলই শেষ পর্যন্ত বাজিমাত করবে।