খেলা

ময়দান সাথীর অভিনব উদ্যোগ

Maidan Sathi's innovative initiative

Truth Of Bengal: এবার এক অভিনব উদ্যোগ গ্রহণ করেছে ময়দান সাথী। খেলার মাঠে বিশেষ করে ফুটবলের সঙ্গে যুক্ত ব্যক্তিদের স্বাস্থ পরীক্ষার আয়োজন করা হয়েছে। হাতে আর বেশি সময় নেই। সামনেই কলকাতা লিগের খেলা শুরু হবে।

পাশাপাশি চলবে জেলা লিগের খেলাগুলিও। সুতরাং আগামী এই নতুন মরসুম শুরু হওয়ার আগে খেলোয়াড়রা যাতে তাঁদের চোট-আঘাত থেকে সম্পূর্ণ মুক্ত থাকতে পারেন তার জন্যই এমন অভিনব উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এবং এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে খেলোয়াড়রা সম্পূর্ণ বিনামূল্যে তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করাতে পারবেন।

আগামী ১৭ মে কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে স্বাস্থ্য শিবিরটি অনুষ্ঠিত হবে। শিবির শুরু হবে সকাল ৯টা থেকে। চলবে বিকেল ৩ পর্যন্ত। এই উপলক্ষ্যে শুক্রবার কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন সংগঠনের অনত্যম কর্তা স্বরূপ বিশ্বাস, সৌরভ পাল, সুব্রত দত্ত, জয়দীপ মুখোপাধ্যায়, শঙ্কর দাস এবং সিএসজেসির প্রেসিডেন্ট সুভেন রাহা। এবং বক্তারা প্রত্যেকেই এমন অভিনব উদ্যোগকে সফল করার জন্য তাঁদের পাশে থাকার আহ্বান জানিয়েছেন।