
The Truth Of Bengal: ধোনির আর হয়তো কলকাতায় পা রাখা হলো না । এ শহর অপেক্ষায় থাকলেও চলতি আইপিএলে সিএসকের খেলা নেই ইডেনে। ফলত অপেক্ষাতেই কাটবে কলকাতা বাসীর ।
আইপিএলের সেরা অধিনায়ক বলতে গেলে সবার উপরে যার নাম আসবে সেটা আর অন্য কেউ না জাতীয় দলের হয়ে অধিনায়ক হিসাবে ওয়ান-ডে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা খেলয়াড় মহেন্দ্র সিং ধোনি।
তাঁকে দেখার জন্য ভারতবর্ষের প্রতিটি স্টেডিয়ামে তাঁর ভক্তরা ভিড় জমায়। এখন অবশ্য তিনি প্রাক্তন অধিনায়ক। কিন্তু তাতে কি তাঁর ভক্তরা কি তাঁকে ভুলে যাবে? কখনোই না। বরং ভক্তরা তাঁকে একবার খেলতে দেখার জন্য প্রতিটি স্টেডিয়ামে ভিড় করছে এবং করবে।
রাঁচি মহেন্দ্র সিং ধোনির জন্মস্থান। রাঁচি থেকে প্রায় ৩৬২ কি.মি দূড়ে অবস্থিত কলকাতার ইডেনে তাঁর ভক্তদের ভিড় দেখা যাবে না তাও কি সম্ভব? কলকাতায় কবে ম্যাচ চেন্নাইয়ের, সেই নিয়ে তাঁর কলকাতার ভক্তরা আইপিএলের প্রথম থেকেই অপেক্ষায় ছিল। কিন্তু দেশে লোকসভা নির্বাচন থাকায় এত দিন পূর্নাঙ্গ সূচি প্রকাশ করতে পারেনি বিসিসিআই। অবশেষে পূর্নাঙ্গ সূচি প্রকাশ করা হল বিসিসিআই -এর তরফ থেকে।
সূচি অনুযায়ী কলকাতা চেন্নাইয়ের মুখোমুখি হচ্ছে আগামী ৮ই এপ্রিল সোমবার চেন্নাইতেই। আর তাতেই হয়তো মন ভাঙলো কলকাতা-বাসীর। গত বছর অর্থাৎ ২৩শে এপ্রিল ২০২৩ শেষবার ইডেনে পা রেখেছিলেন ধোনি। সেটাই হয়তো শেষবার এমনটাই মনে করছেন অনেকে। কারণ বর্তমানে ধোনির বয়স ৪২। এই আইপিএলেই হয়তো শেষবার খেলতে দেখা যাবে ধোনি-কে। সেটাতো সময় বলবে তবে এই বছর আর কলকাতার ইডেনে ধোনি-কে দেখা যাবে না। মাহি যেখানেই খেলতে নামুন না কেন তাকে দেখার জন্য সবসময় অপেক্ষা করেন দর্শকেরা ।
গত বছর মাহির নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছে সিএসকে । এবার তিনি নেতৃত্ব ছেড়েছেন । নেতৃত্ব ছাড়লেও তার যে চেষ্টার কোনো খামতি নেই তাই স্পষ্ট গত হয়েছে প্রথম ম্যাচে । দল জিতেছে । এ বার ধোনি হয়তো আইপিএল শেষেই পাকাপাকি বিদায় জানাবেন মাঠকে । তবে এ শহর আর তাকে ইডেনে দেখতে পাবে না । হয়তো সিএসকের সুখে সুখী হবে । কিন্তু কলকাতা বাসী তার ম্যাচ দেখতে পারবে না ।