খেলা

আইএসএলে প্রথম ম্যাচে নর্থইস্ট ইউনাইটেডের মুখোমুখি মহামেডান

Mahamedan face Northeast United in the first match of the ISL

Truth Of Bengal : আইএসএলে পথ চলা শুরু করতে চলেছে মহামেডান। প্রথম ম্যাচে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে খেলতে নামবে কলকাতার তৃতীয় প্রধান। কলকাতার দ্বিতীয় কোনও মাঠে প্রথমবারের মতোন আইএসএলের আসর। কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে এর আগে ডুরান্ড কাপের ম্যাচ আয়োজিত হলেও, প্রথমবারের মতো দেশের শীর্ষ লিগ আয়োজন হতে চলেছে। মহামেডানের ডার্বি ম্যাচ গুলি শুধু সল্টলেক স্টেডিয়ামে আয়োজন করা হবে।

আইএসএলে নিজেদের যাত্রা শুরু করার আগেই ইনভেস্টার ঝামেলায় বেশ সংকটে ছিল, তবে সেই সংকটও বোঝাপড়ার মাধ্যমে মিটিয়ে নিয়ে এখন আইএসএলে প্রথম জয়ের লক্ষ্যে খেলতে নামবে তারা। অনুশীলনে চোট পেয়ে প্রায় কয়েক মাসের জন্য ছিটকে গিয়েছেন এ মরসুমে সদ্য যোগ দেওয়া ঘানার ফুটবলার আব্দুল কাদিরি। উজবেকিস্তানের কাসিমভ মহামেডানের অন্যতম ভরসা। মহামেডানের আইলিগ জয়ের অন্যতম কারিগর তিনি। মাঝমাঠে খেলা এই কাসিমভ সাদা-কালো ব্রিগেডের হয়ে ২১ ম্যাচে ৪টি গোলও করেছেন। আর্জেন্টিনার আলেক্সিস গোমেজ ২০২৩-এর মরসুম থেকে এই দলের স্ট্রাইকিং লাইনাপের ভরসা জোগাচ্ছেন।

এই মরসুমে আবার তাঁর সঙ্গে যোগ হতে চলেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ফ্রাঙ্কা এবং মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রের খেলোয়াড় সিজার লবি মনজাকি। ফ্রাঙ্কা বুলগেরিয়ার শীর্ষ লিগের ক্লাব লোকোমোটিভ সোফিয়া থেকে চেরনিসভের দলে যোগ দিয়েছেন। তার আগে ফ্রাঙ্কা ব্রাজিলের বিভিন্ন স্তরের ক্লাবেও খেলেছেন। সিজার লবি মনজাকি এশিয়া ও আফ্রিকার বিভিন্ন ক্লাবে খেলেছেন। এদের ছাড়াও রক্ষণের দায়িত্বে পুরোনো জোসেপ আদজেইর ওপর ভরসা রেখেছেন চেরনিসভ।

Related Articles