খেলা

প্যারিসে অলিম্পিক্সের তালিকা প্রকাশিত হল

List of Olympics in Paris published

The Truth Of Bengal: আর দিন কয়েক । তার পরেই মহা সমারোহে প্যারিসে হতে চলেছে অলিম্পিক্সের আসর । ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন প্যারিস অলিম্পিক্সের জন্য ক্রীড়াবিদদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে। এর অধীনে মোট ১১৭ জন খেলোয়াড় অংশগ্রহণ করবে। তারা ছাড়াও ১৪০ জন সাপোর্ট স্টাফও তাদের সঙ্গে যাবেন বলেই খবর । এর মধ্যে ক্রীড়া কর্মকর্তারাও রয়েছেন। ১৪০ জন সাপোর্ট স্টাফের মধ্যে ৭২ জন অ্যাথলিটদের সাহায্য করার জন্য সরকারি খরচে প্যারিসে যাবেন। এই তালিকা থেকে বাদ পড়েছেন , আভা খাটুয়ার নাম ।

বাদ দেওয়ার পেছনে কোনো কারণ অবশ্য জানায়নি বর্তমানে ক্রীড়া মন্ত্রণালয়। চোট, ডোপিং লঙ্ঘন বা অন্য কোনও প্রযুক্তিগত সমস্যার কারণে তার নাম বাদ দেওয়া হয়েছে কিনা সে বিষয়ে ও কোনও তথ্য জানানো হয়নি । যে তালিকা প্রকাশ করেছে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন সেখানে আভা খাটুয়ার নাম অন্তর্ভুক্ত না হলেও।

খেলোয়াড়দের তালিকায় অ্যাথলেটিক্স থেকে সর্বাধিক 29 জন খেলোয়াড় রয়েছেন।যার মধ্যে 11 মহিলা এবং 18 পুরুষ রয়েছেন । শুটিং থেকে 21 এবং হকি 19 জন যাচ্ছেন।অলিম্পিকের জন্য যোগ্যতা অর্জনকারী অন্যান্য খেলোয়াড়রা প্রত্যাশা অনুযায়ী অনুমোদন পেয়েছে। লন্ডন অলিম্পিকের ব্রোঞ্জ পদক জয়ী প্রাক্তন শ্যুটার গগন নারাংকে শেফ ডি মিশন অর্থাৎ দলের প্রধান করা হয়েছে।

 

Related Articles