ক্যারিবিয়ান দলের অধিনায়কের পদ হারালেন নাইট ক্রিকেটার
Knight cricketer loses Caribbean team captaincy

Truth Of Bengal: ওয়েস্ট ইন্ডিজ দলের টি-টোয়েন্টি ক্রিকেটের অধিনায়কের পদ থেকে ছাঁটাই হলেন কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটার রভমন পাওয়েল। মঙ্গলবার এই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়েছে ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে। পাওয়েলের জায়গায় দলের দায়িত্বে এলেন শাই হোপ। শুধু তাই টি-টোয়েন্টির পাশাপাশি বদল করা হয়েছে ক্যারিবিয়ান ক্রিকেটের টেস্ট দলের অধিনায়কত্বের পদ-ও। দায়িত্ব ছেড়েছেন ক্রেগ ব্রেথওয়েট।
উল্লেখ্য, ৩২ বছর বয়সী ব্রেথওয়েট বিগত চার বছর ধরে ক্যারিবিয়ান দলকে নেতৃত্ব দিচ্ছিলেন। ২০১১ সালে জেসন হোল্ডারকে সরিয়ে ওয়েস্ট ইন্ডিজ দলের অধিনায়কের দায়িত্বে আসেন তিনি। কিন্তু এবার ব্রেথওয়েট-ও সরে গেলেন দায়িত্ব থেকে। তবে ব্রেথওয়েটের জায়গায় ক্যারিবিয়ান দলের নতুন অধিনায়ক কে হবেন, এখনও তা ঘোষণা করা হয়নি সে দেশের ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফ থেকে।
এদিকে এতদিন সাদা বলের ক্রিকেটের দুই ফর্ম্যাটের জন্য দুজন অধিনায়ক ছিলেন ওয়েস্ট ইন্ডিজ দলে। টি-টোয়েন্টিতে পাওয়েল ও একদিনের ক্রিকেটে হোপ। এবার পাওয়েলকে সরিয়ে সেই দায়িত্ব তুলে দেওয়া হল হোপের কাঁধে। সূত্রের খবর, আগামী জুন-জুলাই মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ দল। তার আগেই ক্যারিবিয়ান দলের নতুন অধিনায়কের নাম ঘোষণা করা হবে বলে জানা গিয়েছে।