
Truth of Bengal: না এবারও তাঁর ব্যাটে রান এল না। প্রথম ইনিংসের মতো ভারতীয় এ দলের হয়ে দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ হলেন লোকেশ রাহুল। তাঁর ব্যাট থেকে এল মাত্র ১০ রান। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে লড়াই করছেন উইকেটরক্ষক ধ্রুব জুড়েল। ভারতের প্রথম ইনিংসের ১৬১ রানের জবাবে ২২৩ রানে শেষ হয় অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস।
এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আবার অজি বোলাদের দাপটে ফের ধ্বসের মুখে পড়ে ভারতীয় ব্যাটিং লাইন আপ। দিনের শেষে ভারতের সংগ্রহ ৭৩ রানে পাঁচ উইকেট। অর্থ্যাৎ ভারত এগিয়ে মাত্র ১১ রানে। শুক্রবার দিনের শেষে অপরাজিত আছেন ধ্রব জুড়েল এবং মুকেশ কুমার। তাঁদের সংগ্রহ যথাক্রমে ১৯ এবং ৫ রান।
তবে একা রাহুল নন, প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ব্যর্থের তালিকায় নাম লেখালেন অভিমুন্য ইশ্বরণ থেকে শুরু করে সাই সুধাশরণ, ঋতুরাজ গায়কোয়াড়রা। প্রথম ইনিংসে শূন্য রানে আউট হলেও দ্বিতীয় ইনিংসে মাত্র ১৭ রান করলেন বাংলার ব্যাটসম্যান অভিমুন্য।
ভারতের হয়ে প্রথম ইনিংসে বল হাতে দূরন্ত পারফরম্যান্স করেন প্রসিদ্ধ কৃষ্ণা, মুকেশ কুমার ও খলিল আহমেদ। প্রসিদ্ধ ও মুকেশ চারটি করে উইকেট পেলেও খলিল আহমেদ ঝুলিতে পোড়েন চারটি উইকেট। অজিদের হয়ে ব্যাট হাতে ৭৪ রানের ঝাঁ চকচকে ইনিংস উপহার দেন মার্কাস হ্যারিস।
অজি বোলারদের মধ্যে দ্বিতীয় ইনিংসে স্কট বোলান্ড কোনও উইকেট না পেলেও দুটি করে উইকেট ঝুলিতে পোড়েন নাথাম ম্যাকঅ্যানড্রু ও বিউ ওয়েবস্টার।