
Truth Of Bengal: বৃহস্পতিবার আইপিএল-এ নিজেদের ঘরের মাঠে আরসিবি মুখোমুখি হয়েছিল রাজস্থান রয়্যালসের। সেই ম্যাচে আরসিবি-র হয়ে অনবদ্য একটি ইনিংস উপহার দিলেন কিং কোহলি। তাঁর ব্যাট থেকে ঝা-চকচকে ৭০ রানের দুরন্ত ইনিংস। এর সঙ্গে সঙ্গে নতুন একটি নজির গড়ে পাকিস্তানের ক্রিকেটার বাবর আজমকে ছুঁয়ে ফেললেন তিনি। প্রথমে ব্যাটিং করে সর্বোচ্চ অর্ধ্বশত রান গড়ার রেকর্ড এখন বিরাটের পকেটে।
এবারের আইপিএল-এ নিজেদের ঘরের মাঠে এটা বিরাটের প্রথম অর্ধ্বশতরান হলেও, টি-টোয়েন্টিতে প্রথমে ব্যাট করা ব্যাটারদের মধ্যে কোহলির সংগ্রহ ৬২টি অর্ধ্বশতরান। এর ফলেই তিনি পিছনে ফেলে দিলেন বাবর আজমকে। এতদিন পাক ক্রিকেটারের সঙ্গে ৬১টি অর্ধ্বশতরান করে যুগ্মভাবে প্রথম তালিকাতে ছিলেন বিরাট। বৃহস্পতিবার তাঁকেও টপকে গিয়ে এখন শীর্ষে বিরাট।
এছাড়া টি-টোয়েন্টি ক্রিকেটে এই প্রথম কোহলিকে সাজঘরে ফিরতে হল আর্চারের বলে আউট হয়ে। তাঁরা দুজনে একে অপরের বিপক্ষে মোট ১১ বার মুখোমুখি হয়েছেন। অর্চারের ৮০টি বল খেলে কোহলির সংগ্রহ ১০৩ রান। চলতি আইপিএল-এ কোহলি ইতিমধ্যেই কোহলির ব্যাট থেকে এসেছে মোট ৩৯২ রান। কমলা টুপির দৌড়ে এই মুহূর্তে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি। এখন দেখা যাক দ্বিতীয় স্থান টপকে কোহলি প্রথম স্থানে উঠে এসে কমলা টুপির মালিক হতে পারেন কি না তা অবশ্য সময় বলবে।