
The Truth Of Bengal: লন্ডনের এক রেস্তোরায় দেখা মিলল বিরাট-ভামিকার। আর সেই ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই তোলপাড় নেট দুনিয়া। না দেখা বিরাট কন্যাকে দেখে অত্যন্ত আনন্দিত কিং কোহলির অনুগামীরা।
সম্প্রতি একটি ছবি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে মেয়ে ভামিকার সাথে একেবারে খোশ মেজাজে রয়েছেন কিং কোহলি। এক রেস্তোরায় বেশ কিছুক্ষণ মেয়ের সঙ্গে গল্পগুজব এবং খাওয়া-দাওয়া করেন। সেই ছবি নিজেই নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে তারকা ক্রিকেটার লেখেন, ” বিরাট উইথ ভামিকা।”
Virat with Vamika ❤️😇#ViratKohli | @imVkohli pic.twitter.com/GxA3xlB0ch
— Virat Kohli FC™ (@ViratsPlanet) February 26, 2024
প্রসঙ্গত, 15 ফেব্রুয়ারি ফুটফুটে এক পুত্রসন্তানের জন্ম দিয়েছেন অনুষ্কা। আর সেই সুখবর কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন বিরাট কোহলি। পোস্টে ‘বিরুষ্কা’ লিখেছিলেন , “সীমাহীন আনন্দে আমাদের হৃদয় পরিপূর্ণ ৷ সকলকে অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে গত 15 ফেব্রুয়ারি আমরা পুত্রসন্তান এবং ভামিকার ছোট্ট ভাই আকায়কে পৃথিবীতে স্বাগত জানিয়েছি ৷ এই সুন্দর সময়ে আপনাদের আশীর্বাদ এবং শুভেচ্ছা কামনা করছি ৷ একইসঙ্গে আশা রাখছি এই সময়ে আপনারা আমাদের গোপনীয়তাকে সম্মান করবেন ৷”
FREE ACCESS