মালয়েশিয়া ওপেনের শেষ চারে কিদাম্বী শ্রীকান্ত
Kidambi Srikanth enters last four of Malaysia Open

Truth Of Bengal: মালয়েশিয়া ওপেনের শেষ চারে খেলার যোগ্যতা অর্জন করলেন ভারতীয় শাটলার কিদাম্বী শ্রীকান্ত। শুক্রবার কোয়ার্টারফাইনালে কিদাম্বী পরাজিত করেন ফ্রান্সের টোমা জুনিয়র পোপভকে। অবশেষে প্রায় দীর্ঘ এক বছর পর প্রতীক্ষার অবসান ঘটালেন কিদাম্বী। সেমিফাইনালে শ্রীকান্ত মুখোমুখি হবেন জাপানিজ শাটলার উসি তানাকার।
বর্তমানে বিশ্ব ব্যাডমিন্টনের ক্রমতালিকায় কিদাম্বী রয়েছেন ৬৮ নম্বর স্থানে। অপর দিকে পোপভ রয়েছেন ১৮ নম্বর স্থানে। ম্যাচে দুই পক্ষের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ পর্যন্ত বাজিমাত করেন কিদাম্বী। খেলার ফল ২৪-২২, ১৭-২১, ২০-২২।
ম্যাচ জিতে ভারতীয় শাটলার বলেন, ‘আমি অনেকদিন পর কোনও টুর্নামেন্টে এতগুলি ম্যাচ জিতলাম। এবং আমি আশাবাদী এই ধারাবাহিকতা টুর্নামেন্টের শেষ দিন পর্যন্ত ধরে রাখতে পারব। আমি প্রতিটা ম্যাচের পরই নিজের ভুলত্রুটিগুলি শুধরে নেওয়ার চেষ্টা করি, যাতে পরের ম্যাচে সেগুলি না হয়। এই কাজ যা আমার কতটা সঠিক ছিল তার প্রমাণ আমি পেয়েছি মালয়েশিয়া টুর্নামেন্টে।’ সেমিফাইনালে শ্রীকান্ত মুখোমুখি হবেন জাপানিজ শাটলার উসি তানাকার।