কাম্বলির অবস্থা স্থিতিশীল, সাহায্যের হাত বাড়ালেন শিন্ডে পুত্রের
Kambli's condition is stable, Deputy Chief Minister of Maharashtra extended a helping hand

Truth Of Bengal: গুরুতর অসুস্থ হয়ে থানের একটি বে-সরকারি হাসপাতালে ভরতি রয়েছেন প্রাক্তন জাতীয় ক্রিকেটার বিনোদ কাম্বলি। মঙ্গলবার হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, কাম্বলির শরীরে জ্বর এলেও তাঁর অবস্থা আগের থেকে এখন অনেকটাই স্থিতিশীল।
প্রসঙ্গত, মূত্রনালীর সংক্রমণ, এবং মস্তিষ্কে রক্ত জমাট বাঁধার ফলেই কাম্বলিকে গত শনিবার থানের এই বে-সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। এবং হাসপাতালে তিনি চিকিৎসক বিবেক ত্রিবেদীর অধীনে চিকিৎসাধীন রয়েছেন। তবে যে কারণের জন্য কাম্বলিকে হাসপাতালে ভরতি করা হয়েছে, জ্বরে আক্রান্ত হওয়ার কারণে, তাঁর সে চিকিৎসা আপতত বন্ধ রয়েছে বলেই সংবাদমাধ্যমের কাছে জানিয়েছেন বিবেক ত্রিবেদী।
এদিকে প্রাক্তন জাতীয় ক্রিকেটার কাম্বলির পাশে চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিল মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী ও তাঁর পুত্র একনাথ শিন্ডের ফাউন্ডেশন। সূত্রের খবর, একনাথের নির্দেশেই এক প্রতিনিধি হাসপাতালে গিয়ে কাম্বলির চিকিৎসার খোঁজখবর নেওয়ার পাশাপাশি, তাঁকে যাতে সর্বোচ্চমানের চিকিৎসা ব্যবস্থা দেওয়া হয়, তার জন্যও অনুরোধ করেছেন। এবং তাঁদের ফাউন্ডেশনের পক্ষ থেকে কাম্বলির চিকিৎসার জন্য পাঁচ লক্ষ টাকা সাহায্যও করা হবে জানিয়েছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীর পুত্র।