খেলা

কাতার ওপেনে নামতে প্রস্তুত জোকার, লক্ষ্য ১০০ খেতাব জয়

Joker ready to enter Qatar Open, aims to win 100th title

Truth Of Bengal: আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে দোহাতে শুরু হচ্ছে কাতার মাস্টার্স ওপেন টেনিস টুর্নামেন্ট। সেই টুর্নামেন্টে তিনি অংশগ্রহণ করবেন বলে নিশ্চিত করেছেন ২৪টি গ্র্যান্ডস্ল্যামজয়ী তারকা নোভাক জকোভিচ।

উল্লেখ্য, চলতি বছরে অস্ট্রেলিয়া ওপেনের সেমিফাইনালে আলেকজান্ডার জেরভের বিপক্ষে ম্যাচে চোট পেয়ে ম্যাচের মাঝপথ থেকেই বিদায় নিতে হয়েছিল জোকারকে। তারপর থেকে বিশ্রামেই ছিলেন সার্বিয়ান তারকা। সেই কারণে জোকার অংশ নিতে পারেননি এটিপি ৫০০ ইভেন্ট এবং ডেভিস কাপেও।

এই প্রসঙ্গে সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জোকার জানান, ‘অস্ট্রেলিয়া ওপেন টুর্নামেন্টের সেমিফাইনালে পেশীতে যে চোট পেয়েছিলাম, তা থেকে বর্তমানে আমি পুরোপুরি সুস্থ। আসন্ন কাতার ওপেনে খেতাব জয়ই আমার এখন প্রধান লক্ষ্য। এই ব্যাপারে আমার চিকিৎসকরা আমাকে সবুজ সঙ্কেত দিয়েছেন। তারপরই আমি নিজেকে কাতার ওপেনে অংশগ্রহণের জন্য প্রস্তুত করতে শুরু করি।’

জোকার আরও জানান, ‘আমাকে এই চোট থেকে দ্রুত মুক্তি দেওয়ার জন্য ঈশ্বরকে ধন্যবাদ। তবে জীবনে অনেক চোট-আঘাত পেয়েছি। কিন্তু এখনও আমার শরীর আমার কথা শোনে। আমি আশাবাদী দোহাতে আসন্ন কাতার ওপেনে ট্রফি জয় করে ১০০তম শিরোপা জয় করতে পারব।’

জকোভিচ বিশ্ব তালিকায় ৭ নম্বরে রয়েছেন। কিন্তু ২০২৪ সালে তিনি প্যারিস অলিম্পিক গেমসে স্বর্ণপদক ছাড়া একটিও গ্র্যান্ডস্লাম খেতাব জয় করতে পারেননি।

Related Articles