খেলা

এশিয়ান অ্যাথলিট চ্যাম্পিয়নশিপে সোনা জয় গুলভীরের

Jhor wins gold at Asian Athletics Championships

Truth Of Bengal: দক্ষিণ কোরিয়ার গুমিতে আয়োজিত এশিয়ান অ্যাথলিট চ্যাম্পিয়নশিপে সোনা জয় করলেন ভারতীয় অ্যাথলিট গুলবীর সিং। পুরুষদের ১০,০০০ হাজার মিটার দৌড়ে এই পদক জয় করেছেন ভারতীয় অ্যাথলিট। গুলবীর তাঁর দৌড় শেষ করতে সময় নেন ২৮.৩৮.৬৩ সেকেন্ড। যা গুলবীরের ব্যক্তিগত সেরা পারফরম্যান্সের থেকেও এক মিনিট কম।

উল্লেখ্য, গুলবীর পেশায় একজন সেনা কর্মচারী। এই টুর্নামেন্টে ভাল ফলের জন্য তিনি দীর্ঘ ছয় মাস ধরে যে নিরলস পরিশ্রম করে চলেছিলেন এটা তারই সাফল্য বলে মনে করছেন ক্রীড়া বিশেষজ্ঞরা।

এরপর গুলবীর যদি আগামী ৩০ মে এই প্রতিযোগিতার ৫ হাজার মিটার দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন, তাহলে ভারতের পাশাপাশি তাঁর কাছেও সুযোগ থাকবে পদক সংখ্যা বৃদ্ধি করার। কেননা এই ভারতীয় অ্যাথলিট গত ফেব্রুয়ারিতে বোস্টনে আয়োজিত ডিএমআর চ্যালেঞ্জ প্রতিযোগিতায় নতুন রেকর্ড গড়েছিলেন। ১২.৫৯.৭৭ সেকেন্ড সময় নিয়ে এই দূরত্ব অতিক্রম করেছিলেন। যা তাঁকে টোকিওতে বিশ্ব অ্যাথলিটে প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ করে দেয়। যা অনুষ্ঠিত হবে আগামী ১৩ থেকে ২১ সেপ্টেম্বর। তবে গুলবীর সোনা জয় করলেও ব্যর্থ হলেন এশিয়ান গেমসে স্বর্ণপদকজয়ী জ্যাভলার অন্নু রানী। তাঁকে চতুর্থ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে।