সাংবাদিকদের নিজেকে পেস বোলার হিসেবে ডাকার অনুরোধ বুমরার
Jaspreet Bumrah requests journalists to call him pace bowler

Truth Of Bengal: আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে চলতি বছরের বর্ডার-গাভাসকর ট্রফির পাঁচ টেস্টের সিরিজ। সেই সিরিজেই জাতীয় দলের জার্সি গায়ে ২০০তম আন্তর্জাতিক ম্যাচে মাঠে নামবেন দলের অধিনায়ক যশপ্রীত বুমরা। ভারতীয় পেসারের কাছে এই ম্যাচ সব দিক থেকেই গুরুত্বপূর্ণ। কেননা, নিজের জীবনের ২০০তম ম্যাচের পাশাপাশি অধিনায়ক হিসেবেও এই ম্যাচটির গুরুত্ব তাঁর কাছে নেহাতই কম নয়।
এই ম্যাচের আগে বৃহস্পতিবার সকালে সাংবাদিক সম্মলনে ভারতের অধিনায়ক হিসেবে বুমরাই যোগ দিয়েছিলেন। সেখানে ৩০ বছর বয়সী এই পেস বোলার শুধু একের পর এক প্রশ্নের উত্তরই দেননি, মজা করে সাংবাদিকের ভুলও ধরিয়ে দিয়েছেন তিনি।
ওই সাংবাদিক সম্মলেন বুমরাকে এক সাংবাদিক মিডিয়াম পেস বোলার বলে সম্বোধন করে ভারতের অধিনায়ক হিসেবে তাঁর অনুভূতির কথা জানতে চান। এ সময় বুমরা ওই সাংবাদিককে ঠাট্টার ছলে বলেন, ‘আমাকে মিডিয়াম পেসার বলে ডাকলেন! আরে ভাই, আমি ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতিতে বল করতে পারি। অন্তত ফাস্ট বোলার অধিনায়ক বলে তো ডাকুন।’
এরপর অবশ্য গোটা সাংবাদিক সম্মলনেই ফাস্ট বোলারের মতো ‘সিরিয়াস মুডে’ চলে যান বুমরা। তিনি বলেন, ‘আমি ফাস্ট বোলার অধিনায়কদের একজন। এমন অনেক উদাহরণ আছে। ফাস্ট বোলাররা চটপটে হয়। প্যাট (কামিন্স) সাফল্য পেয়েছে। এর আগে কপিল দেব সফল হয়েছেন। আশা করি এটা একটা নতুন ট্রেন্ডের শুরু হল।’
প্রসঙ্গত, বুমরা এর আগেও দলকে নেতৃত্ব দিয়েছেন। ২০২২ সালে এজবাস্টন টেস্টের আগে রোহিত করোনায় আক্রান্ত হন। ততদিনে বিরাট কোহলিও ভারতের তিন সংস্করণেরই নেতৃত্ব ছেড়ে দেন। ফলে বুমরাকে অধিনায়ক করা হয়। আয়ারল্যান্ড সফরে রোহিত ছিলেন বিশ্রামে। এবার এই টেস্টে পিতৃত্বকালীন ছুটিতে আছেন।
দলকে নেতৃত্ব দেওয়ার প্রসঙ্গে বুমরা জানান, আমি দলকে নিজের মতো করে নেতৃত্ব দিতে চাই। নিজের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাই। আমি কাউকে অনুকরণ বা অনুসরণ করতে চাই না।