
The Truth of Bengal: গত মার্চে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ১৩২ রানের ইনিংস দিয়েছেন উপহার জেসন রয়। অথচ, ওই সিরিজের পর ইনজুরিতে ফিরতে পারেননি ইংল্যান্ড দলে। নিউ জিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ সিরিজ মিস করেছেন এই ওপেনার।এতেই ধাক্কা খেয়েছেন। গত বিশ্বকাপে ৬৩.২৮ গড়ে ৪৪৩ রান করা জেসন রয়কে বাদ দিয়েই ইংল্যান্ডের ১৫ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড ঘোষিত হয়েেছে।
পিঠের ইনজুরিতে জেসন রয় বিশ্বকাপ স্কোয়াড থেকে ছিটকে পড়ায় এ বছর দূর্দান্ত ফর্মে থাকা হ্যারি ব্রুককে নেয়া হয়েছে বিশ্বকাপের ১৫ সদস্যের চূড়ান্ত দলে।অবসর ভেঙ্গে ওয়ানডে ক্রিকেটে ফিরে প্রত্যাবর্তন সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে ১২৪ বলে ১৮২ রানের ব্যাটিংয়ে ইনিংসে ইংল্যান্ডের সর্বোচ্চ ইনিংস উপহার দেয়ার পুরস্কার পেয়েছেন বেন স্টোকস।
আসন্ন বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে জায়গা পেয়েছেন তিনি।বিশ্বকাপে ইংল্যান্ডের প্রথম ম্যাচ রয়েছে ৫ অক্টোবর। প্রথম ম্যাচে মুখোমুখি হবে নিউ জ়িল্যান্ডের। গত বার চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড। খেতাব ধরে রাখতে চাইবে তারা। সেই কারণে ভাবনা চিন্তা করেই অবসর নেওয়া বেন স্টোকসকে ফিরিয়ে আনা হয়েছে। তাদের দল যে বেশ শক্তিশালী তা স্পষ্ট ।