
The Truth of Bengal: ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের ৭০০ বেশি রান একাই তুলেছিলেন যশস্বী জয়সওয়াল। সেই সিরিজের পর তিনি তার পুরস্কার পেয়েছিলেন। তবে এবার আইসিসের তরফ থেকে প্লেয়ার অফ দ্য মান্থ এর পুরস্কার পেলেন জশস্বী জয়স্ওয়াল। এই তরুণ খেলোয়াড় পিছনে ফেললেন কেন উইলিয়ামসন ও পাথুম নিশাঙ্কা কে। ইংল্যান্ডের বিরুদ্ধে একাই ৭১২ রান করে নজির গড়েছেন জশস্বী। সেই সঙ্গে দুটো দ্বিশতরানো হাকিয়েছেন। এবার সেই পুরস্কারই পেলেন তিনি। ফেব্রুয়ারি মাসের আইসিসির সেরা প্লেয়ারের পুরস্কার তিনি জিতলেন।
আইসিসির তরফ থেকে এ বিষয়ে বলা হয়েছে ভারতের তরুণ প্লেয়ার মাসের নিরিখে পুরস্কার জিতেছেন। শুধু আইসিসি নয় তার পাশাপাশি বোর্ডের তরফ থেকেও তাকে শুভেচ্ছা জানানো হয়েছে। বোর্ড সচিব জয় শা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন আইসিসের প্লেয়ার অফ দ্য মান্থ হওয়ার জন্য জয়স্ওয়াল কে অনেক শুভেচ্ছা জানিয়েছেন। তার ঝুলিতে ৭১২ রান রয়েছে।
সঙ্গে দুটো দ্বিশতরান ও তিনটি অর্ধশত রান হাকিয়েছেন এভাবেই তিনি ভবিষ্যতের দিকে এগিয়ে যাক বলে শুভেচ্ছা জানিয়েছেন জয় শাহ। এর আগে ভারতের আরও কয়েকজন ক্রিকেটিরের ঝুলিতে রয়েছে এই পুরস্কার। ২০২১ সালের জানুয়ারি মাসে এই পুরস্কার পেয়েছিলেন ঋষভ পন্থ। তার পরের মাসেই সেরা হয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন একটি বছরের মার্চে সেরা ক্রিকেটার হয়েছিলেন ভুবনেশ্বর কুমার। তার পর ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে এই তালিকায় নাম ওঠে শ্রেয়স আয়ারের। অক্টোবর মাসের সেরা হন বিরাট কোহলি। শুভমন এই পুরস্কার দু’বার পেয়েছেন। সপ্তম ক্রিকেটার হলেন যশস্বী। তার হাতে উঠল পুরস্কার ।