খেলা
Trending

আইপিএলে কেন্দ্রীয় চুক্তির তালিকা থেকে বাদ ঈষাণ কিশন! কিন্তু কেন এই সিদ্ধান্ত?                          

Ishan Kishan is excluded from the list of central contracts in IPL! But why this decision?

The Truth Of Bengal: আগামী ২২ শে মার্চ থেকে শুরু আইপিএল। আর তার আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের কোচ রাহুল দ্রাবিড় এবং নির্বাচকদের কথা না শোনার শাস্তি পেলেন শ্রেয়স আইয়ার এবং ঈষাণ কিশন। কি সেই অবাধ্যতা? অনেকের মতে টেস্ট দল থেকে চলে আসা এবং ঘরোয়া ক্রিকেটকে উপেক্ষা করাই হল তাদের একমাত্র ভুল। আর এই ভুলের মাশুল গুনতে হচ্ছে তাদের দুজনকেই।

২০২৪-২০২৫ মরশুমের জন্য বিসিসিআই এর তরফে প্রকাশিত কেন্দ্রীয় চুক্তির তালিকায় একাধিক ক্রিকেটারের নাম থাকলেও নেই শ্রেয়স আইয়ার এবং কৃষাণ কৃষানের নাম। তবে এবার সামনে এলো আরো এক চাঞ্চল্যকর তথ্য। জানা যায় ইংল্যান্ড সিরিজের মাঝেও ঈষাণকে ডেকেছিল বোর্ড। কিন্তু সেই ডাকো প্রত্যাখ্যান করেন কিশন।

এক ক্রিকেট ওয়েবসাইটের দাবি, কে এস ভরত প্রথম দুটি টেস্টে উইকেট কিপার হিসেবে খারাপ খেলায় ক্রিকেট বোর্ড ঈশানের সাথে পরবর্তীকালে যোগাযোগ করলে ঈশান বোর্ডের প্রস্তাব প্রত্যাখ্যান করেন। কার্যত এক প্রকার বাধ্য হয়েই ধ্রুব জুরেলকে উইকেট কিপার হিসেবে নেওয়ার পর ম্যাচে দুর্দান্ত খেলে নিজের জায়গা করে নেন তিনি। এমতাবস্থায় পরবর্তীকালে ঈশান আদেও ভারতীয় ক্রিকেটে জায়গা পায় কিনা তা নিয়েই শুরু নানান জল্পনা।

প্রসঙ্গত, ঈশানকে নিয়ে একই ওয়েবসাইটের এক বোর্ড কর্তা বলেছিলেন, “বোর্ডের নির্দেশ না মেনে ঠিক করেনি ঈশান। যখন ওকে রঞ্জি খেলতে বলা হল তখন ও হার্দিকের সঙ্গে গিয়ে অনুশীলন করল। এই কাজ করে বোর্ডকে অসম্মান করেছে ঈশান। এমন নয় যে ও খারাপ ক্রিকেটার। ওর ফর্মের জন্য ওকে বাদ দেওয়া হয়নি। সব জায়গায় একটা শৃঙ্খলা রয়েছে। সেটা ভেঙেছে ঈশান। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

এদিকে ঈশানের তীব্র বিরোধিতা করে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছিলেন, “ওর প্রথম শ্রেণির ক্রিকেটে খেলা উচিত ছিল। দেশের সেরা প্রতিযোগিতা খেলবে না? শ্রেয়স তবুও দু’দিন পর মুম্বইয়ের রঞ্জির সেমিফাইনাল খেলবে। ঈশান তরুণ ক্রিকেটার। ভারতের সব ধরনের দলে ছিল। আইপিএলে প্রচুর টাকার চুক্তি পেয়েছে। তার পরেও কেন রঞ্জি খেলবে না? ঈশানের মতো প্রতিভাবান ক্রিকেটারের তো আরও বেশি করে এই ধরনের ক্রিকেট খেলা উচিত। আমি অবাক হয়েছিলাম ও না খেলায়।”

FREE ACCESS

Related Articles