ইংল্যান্ড সফরে সহ অধিনায়কের পদ হারাতে চলেছেন বুমরা?
Is Bumrah about to lose his vice-captaincy position for the England tour?

Truth Of Bengal: আইপিএল-র আসর শেষ হওয়ার পর পরই ইংল্যান্ড সফরে যাবে টিম ইন্ডিয়া। সেই সফরে গৌতম গম্ভীরের দল খেলবে পাঁচটি টেস্ট ম্যাচ। সংবাদমাধ্যম সূত্রের খবর, আসন্ন ইংল্যান্ড সফরের জন্য ভারতীয় দলের সহ অধিনায়কের পদ হারাতে চলেছেন পেসার যশপ্রীত বুমরা।
কেন বুমরাকে সহ অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে? জানা গিয়েছে, এই ভারতীয় পেসারের শরীরের কথা ভেবেই এমন সিদ্ধান্ত নেওয়া হতে চলেছে। কেননা গত বছর বর্ডার-গাভাসকর ট্রফির পাঁচ টেস্টের সিরিজের শেষ ম্যাচে পিঠে গুরুতর চোট পেয়েছিলেন তিনি। তার ফলে শেষ অবধি ওই ম্যাচে মাঠের বাইরেই থাকতে হয় তাঁকে। এমনকী সেই চোটই বুমরাকে মাঠের বাইরে ছিটকে দিয়েছিল প্রায় মাস তিনেক। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও মাঠের বাইরে থাকতে হয়েছিল তাঁকে পাশাপাশি বুমরাকে আইপিএল-র প্রথম দিকের বেশ কয়েকটি ম্যাচে পায়নি তাঁর দল মুম্বই ইন্ডিয়ান্স।
তারপর অবশ্য আইপিএল-এ মুম্বই দলে যোগ দিয়ে ধীরে ধীরে নিজের ছন্দ ফিরে পেতে চলেছেন এই পেসার। তবুও তাঁকে নিয়ে কোনওরকম ঝুঁকির পথে হাঁটতে নারাজ বিসিসিআই কর্তারা। কেননা আগামী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলার যোগ্যতা অর্জনের জন্য ইংল্যান্ড সফর প্রথম টেস্ট সিরিজ। আর সেই সিরিজে বুমরাকে হয়ত সব টেস্টে ভারত খেলাতেও পারবে না। কেননা চিকিৎসকদের নির্দেশ রয়েছে, যাতে কোনওভাবে কোনও অতিরিক্ত চাপ না দেওয়া হয় বুমরাকে। এবং এর ফলেই বোর্ডকর্তারা বুমরাকে সহ অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়ার কথা চিন্তা-ভাবনা করছেন।
এই বিষয়ে সংবাদমাধ্যমকে বোর্ডের এক কর্তা জানান, নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকর থেকে শুরু করে অন্যান্য নির্বাচকরাও নাকি ইংল্যান্ড সফরের জন্য এমন একজন সহ-অধিনায়ক চাইছেন, যিনি প্রতিটি ম্যাচেই খেলতে পারবেন।
উল্লেখ্য, বোর্ডের ওই কর্তার কথাতেই স্পষ্ট যে, বিসিসিআই কর্তারা নতুন করে আগামী দিনে দলের নেতৃত্ব নিয়ে ভাবনা-চিন্তা শুরু করে দিয়েছেন। কেননা বোর্ড কর্তারা এমন একজনকে সহ অধিনায়ক হিসাবে দায়িত্ব দিতে চান, যিনি আগামী দিনে দলকে নেতৃত্বও দিতে পারবেন। বর্ডার-গাভাসকর ট্রফিতে প্রথম দুটি ম্যাচে বুমরা দলকে নেতৃত্ব দিয়েছিলেন। কিন্তু তাঁর চোট তাঁকে নিয়ে বোর্ডের সব পরিকল্পনায় জল ঢেলে দিল।
এই ক্ষেত্রে এখন রোহিতের ডেপুটি হিসাবে যে দুজনের নাম সামনে আসছে তাঁরা হলেন শুভমন গিল ও ঋষভ পন্থ। সদ্য শেষ হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে শুভমনকে রোহিতের ডেপুটির দায়িত্ব দিয়ে একপ্রকার পরখ করে নিয়েছেন নির্বাচকরা। এক্ষেত্রে পন্থ তালিকাতে থাকলেও শুভমন-ই বেশ কিছুটা এগিয়ে রয়েছে। কেননা, পন্থের পারফরম্যান্সই সবচেয়ে বড় বাঁধা তাঁর সামনে। তাই ছন্দে থাকা শুভমনের হাতেই হয়ত শেষ পর্যন্ত সহ-অধিনায়কের দায়িত্ব তুলে দিতে পারেন নির্বাচকরা। এখন দেখার পন্থ না শুভমন কে হন ভারতের পরবর্তী সহ অধিনায়ক।