খেলা

দেশ থেকে সরবে আইপিএল !

IPL will move from the country

The Truth of Bengal: আইপিএলের দ্বিতীয় ভাগের সূচি এখনো ঘোষিত হয়নি। এদিকে লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হতে চলেছে। ভোট ও আইপিএল দুটো একসঙ্গে করা সম্ভব নয় বলেই প্রথম থেকে গুঞ্জন চলছিল , তার মাঝেও প্রথম দফার আইপিএলের সূচি ঘোষণা হয়েছে। এবার পরবর্তী সূচি নিয়ে তৈরি হয়েছে জল্পণা । আইপিএল আসন্ন। আর কত দিন পরেই শুরু হবে এই টুর্নামেন্ট। তার আগেই এবার দ্বিতীয় দফার খেলা নিয়ে তৈরী হয়েছে অনিশ্চয়তা। দেশে প্রথম দফা হলেও দ্বিতীয় দফা বিদেশে ! জল্পনা তেমনই। আইপিএলের দ্বিতীয় ভাগের সূচি এখনো ঘোষিত হয়নি। এদিকে লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হতে চলেছে।

ভোট ও আইপিএল দুটো একসঙ্গে করা সম্ভব নয় বলেই প্রথম থেকে গুঞ্জন চলছিল , তার মাঝেও প্রথম দফার আইপিএলের সূচি ঘোষণা হয়েছে।  যা অনুষ্ঠিত হবে দেশেই , তবে দ্বিতীয় দফার সূচি বোর্ডের তরফ থেকে এখনো ঘোষণা করা হয়নি। আইপিএলে দ্বিতীয় ভাগের ম্যাচগুলো দুবাইয়ে চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। ২২  মার্চ থেকে ৭ ই এপ্রিলের ম্যাচ  দেশে হবে। নির্বাচনের নির্ঘন্টের দিকে নজর রাখা হচ্ছে  বোর্ডের  তরফে তার দেখেই  দ্বিতীয় দফার আইপিএলের দিন ক্ষণ ঘোষিত হবে। যা বিদেশে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী ২২ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত চলবে প্রথম ভাগ। যার মধ্যে ২১টি ম্যাচ রয়েছে ।

এদিকে লোকসভার ভোট মিটে যাওয়ার পরে দ্বিতীয় দফায় আইপিএল হবে বলেই মনে করা হয়েছিল। কিন্তু সমস্যা অন্য জায়গায়। জুন মাসে রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই টুর্নামেন্ট সঠিক সময়ে শেষ না হলে প্রভাবিত হতে পারে বিশ্বকাপ। আইপিএল খেলা দেখেই  বোর্ডের তরফ থেকে দল ঘোষণা করা হবে ওর সাথে দেখা দেবে বলে ই আইপিএল হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। এর আগে ২০২০ সালে করোনা অতিমারীর কারণে আইপিএলের আসর ভারতের মাটি থেকে সরে গিয়েছিল । বিদেশে অর্থাৎ  সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেওয়া হয়েছিল । এদিকে দ্বিতীয় দফার ম্যাচগুলো দুবাই করা যায় কিনা তা দেখার জন্য বিদেশে গিয়েছে বোর্ডের কয়েকজন কর্তা।

Related Articles