
Truth Of Bengal: গত মার্চ মাসের ২২ তারিখ পহেলগাঁও-র বৈসরনে জঙ্গি হামলায় ২৬ জন পর্যটক প্রাণ হারিয়েছিলেন। তারপরই ভারত এবং পাকিস্তান দুই দেশের মধ্যেই সম্পর্কের অবনতি ঘটতে থাকে। এমনকি দুই দেশের সীমান্তেও বাড়তে থাকে উত্তেজনা।
সেই কারণে চলতি বছরের আইপিএল-কে মাঝপথে স্থগিত করে দেওয়ার সিদ্ধান্ত নেয় বিসিসিআই। এবং ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল, মাত্র এক সপ্তাহের জন্য স্থগিত রাখা হল আইপিএল। পরে পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে শনিবারই মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় প্রতিবেশী দুই দেশেই যুদ্ধ বিরতি ঘোষণা করে। ফলে ফের স্থগিত হওয়া আইপিএল কবে চালু হবে তা নিয়ে উৎসাহ বাড়তে থাকে গোটা ক্রিকেট দুনিয়ায়। সংবাদ সংস্থা সূত্রে খবর, আগামী ১৬ মে অর্থ্যাৎ শুক্রবার থেকে ফের স্থগিত হওয়া আইপিএল চালু হতে পারে। রবিবার বোর্ডের সভায় এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেননা ইতিমধ্যেই নাকি বিসিসিআইয়ের পক্ষ থেকে সমস্ত ফ্যাঞ্চাইজিদের কাছে তাদের নির্দিষ্ট ভেন্যুতে ফিরে যাওয়ার অনুরোধ করা হয়েছে।
তবে সংবাদমাধ্যম সূত্রে খবর, বিসিসিআই কর্তারা নাকি আইপিএলের বাকি ম্যাচগুলি করানোর জন্য ৩টি ভেন্যুকে বেছে নিয়েছেন। এই তিনটি জায়গাই অবস্থিত দক্ষিণ ভারতে। জায়গাগুলি হল চেন্নাই, বেঙ্গালুরু ও হায়দরাবাদ। এর পাশাপাশি আরও জানা গিয়েছে, খুব শীঘ্রই আইপিএল খেলা ১০ দলকে পরবর্তী সূচি জানিয়ে দেওয়া হবে।
এই কদিন আইপিএলের ম্যাচ বন্ধ থাকায় স্বাভাবিকভাবেই পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে ফাইনাল ম্যাচের-ও। কেননা পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ফাইনাল ম্যাচ হওয়ার কথা ছিল ২৫ মে। মনে করা হচ্ছে ফাইনাল ম্যাচ পিছিয়ে ৩০ মে হতে পারে। এর পাশাপাশি বোর্ডের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে প্রতিটি দলের বিদেশি খেলোয়াড়রা কবে ফিরবেন, সেই তারিখটাও জানিয়ে দিতে।