IPL 2025খেলা

রাহুল-অক্ষর-কুলদীপদের ওপরই ভরসা দিল্লির

Delhi is relying on Rahul-Akshar-Kuldeep

Truth Of Bengal: এবারের আইপিএল-এ অন্য দলগুলির মত চমক দিয়েছে রাজধানীর দলটিও। গত আইপিএল-এর পর থেকে ভারতীয় দলের অন্যতম তারকা কেএল রাহুল যে লখনউ দল ছাড়বেন এটা একপ্রকার প্রায় নিশ্চিতই হয়ে গিয়েছিল।

অপর দিকে পন্থ যে তাঁর পুরনো দলে থাকবেন না, এই খবরও প্রায় জানাই ছিল। তাই আইপিএল-র মেগা নিলামে সর্বোচ্চ দামে পন্থকে লখনউ তুলে নিতেই কেএল রাহুলের জন্য অলআউটে ঝাঁপায় দিল্লি ক্যাপিটালস। এবং শেষ পর্যন্ত ১৪ কোটি টাকা দিয়ে বর্তমান ভারতীয় ক্রিকেটের মিঃ ডিপেন্ডবলকে তুলে নেয় দিল্লি।

প্রশ্ন হচ্ছে এই দলে অধিনায়ক কে হবেন, তা নিয়ে জোড় জল্পনা শুরু হয়েছিল। পাল্লা অবশ্য ভারি ছিল রাহুলের দিকেই। কিন্তু সূত্রের খবর, রাহুল নাকি এই দায়িত্ব নিতে চাইছেন না। ফলে দলের অন্যতম সিনিয়র ক্রিকেটার হিসাবে অক্ষরকেই নাকি দলনেতা হিসাবে বাছতে চলেছেন দিল্লি কর্তৃপক্ষ।

এছাড়া রয়েছেন আর এক অভিজ্ঞ স্পিনার কুলদীপ যাদবও। তবে কুলদীপকে অধিনায়কের গুরু দায়িত্ব দিতে নারাজ দিল্লি টিম ম্যানেজমেন্ট। তবে অধিনায়ক যেই হন না কেন ফাফ ডুপ্লেসি, মোহিত শর্মা, মিচেল স্টার্করা জ্বলে উঠলে দিল্লি কিন্তু বেগ দিতেই পারে অন্য দলগুলিকে। তবে নজর থাকবে বাংলার দুই ক্রিকেটার মুকেশ কুমার ও অভিষেক পোড়েলের দিকেও।

Related Articles