IPL 2024 : চতুর্থ পরাজয়ের পর পঞ্চমে জয়েই কিস্তিমাত, প্লে অফের শেষ লড়াইয়ে পৌঁছল রাজস্থান
IPL 2024: 5th win after 4th defeat, Rajasthan reach playoff final

The truth Of Bengal Desk : আইপিএলের যুদ্ধ পৌঁছে গেছে একাবারে শেষের পর্যায়। পরাজিত হলেই যুদ্ধের বাইরে, ঘুরে দাঁড়ানোর আর জায়গা নেই। বুধবার আইপিএলে এলিমিনেটরে খেলতে নেমেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও রাজস্থান রয়্যালস। টসে জিতে প্রথম বল করার সিদ্দান্ত নেয় রাজস্থান রয়্যালস। বেঙ্গালুরুর হাতে প্রথম ব্যাট দেখে এক পর্বত সমান রানের আশা করেছিল দর্শকরা, তবে সেই আশা পূরণ হয়নি দর্শকদের। মাত্র ১৭২ রানেই ব্যাট ছাড়তে হয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে। তবে রবিচন্দ্রন অস্বিনের অনবদ্ধ বোলিঙের জেরে ১৭২ রান তুলতেই যথেষ্ট বেগ পেতে হয় বেঙ্গালুরুকে।
আজ রাজস্থান রয়্যালসের বোলারদের সামনে একপ্রকার কঠিন যুদ্ধ করতে হয় বেঙ্গালুরুর ব্যাটসম্যান দের। মাত্র ১৭ রানে ফিরে যেতে হয় ডুপ্লেসিকে । অপরদিকে মাত্র ৩৩ রানে ফিরে যেতে হয় ভারতের কিউট ব্যাটসম্যান বিরাট কোহলিকে। রাজস্থানের বলার দের সামনে রান তৈরি করা ছিল অনেকটা কঠিন। তবে ব্যাট করতে নেবে রাজস্থানকেও পড়তে হয় যথেষ্ট কঠিন পরিস্তিতির মুখে। ১০ ওভারের শেষে ১০০ র গন্ডি পার না করতে পেরে চিন্তার ভাঁজ পড়ে সঞ্জুর দলে। তবে ধীরে ধীরে লক্ষের দিকে এগিয়ে যেতে থাকে রাজস্থান রয়্যালস। যত কমতে থাকে বলের সংখ্যা সেই সঙ্গে কমতে থাকে টার্গেট দেওয়া রানের সংখ্যা।
তবে সব অসাদ্ধ সাধন করে জয় ছিনিয়ে নিল রাজস্থান রয়্যালস। ফিরে যেতে হল বেঙ্গালুরুকে। প্লে অফের শেষ লড়াইয়ে খেলবে হায়দরাবাদ ও রাজস্থান রয়্যালস।