খেলা

পিসিবির হল অব ফ্রেমে জায়গা পেলেন ইনজামাম মিশবাহ-রা

inzamam mishbah got a place in pcbs hall of fame

Truth Of Bengal :  সামনেই চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসবে পাকিস্তানে। তার আগেই পাক ক্রিকেট বোর্ডের হল অব ফ্রেমে জায়গা পেলেন পাকিস্তানের চার কিংবদন্তী ক্রিকেটার। এঁরা হলেন, ইনজামাম উল হক, মুশতাক আহমেদ, মিসবাউল হক এবং সঈদ আনোয়ার। শুক্রবার এই প্রাক্তন চার ক্রিকেটারের হল অব ফ্রেমে জায়গা পাওয়ার বিষয়টি ঘোষণা করেছে পিসিবি।

উল্লেখ্য, ১১ সদস্যের একটি কমিটির সদস্যরা এই প্রাক্তন চার পাক ক্রিকেটারকে হল অব ফ্রেমে যুক্ত করার জন্য ভোট দিয়েছিলেন। এই প্রসঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নাকভি জানান, ‘পাকিস্তানের প্রাক্তন এই চার ক্রিকেটারই হল অব ফ্রেমে জায়গা পাওয়ার জন্য যোগ্য ছিলেন। তাঁদের প্রাপ্য সম্মান দেওয়া হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে ওই চার ক্রিকেটারকে আন্তরিক অভিনন্দন জানাই।’

নাকভি এই চার ক্রিকেটারের বিশ্লেষণ করতে গিয়ে বলেন, ‘মুস্তাক আহমেদকে পাকিস্তানের অন্যতম সেরা অধিনায়ক হিসাবে মনে করা হয়। তিনি ক্রিকেট বিশ্বে তাঁর সূক্ষ্ম নেতৃত্ব এবং ব্যাট হাতে বর্ণময় ইনিংস আজও ক্রিকেটপ্রমীরা ভুলতে পারেননি। ঠিক তেমনই ক্রিকেট বিশ্ব ভুলতে পারেনি ইনজামাম উল হকের ম্যাচ জেতানোর বিভিন্ন ইনিংসগুলির কথা। অপর দিকে মিশবাউল হক যে সময়ে পাকিস্তান দলের অধিনায়কের গুরু দায়িত্ব তুলে নিয়ে ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজ জিতেছিলেন তা এককথায় অসাধারণ। আর সঈদ আনোয়ার তাঁর সহজাত দক্ষতা ও ক্রিকেট শিল্পের জন্য আজও বিশ্বের ক্রিকেটপ্রেমীদের কাছে সমান সমাদৃত।’

বর্তমানে পিসিবির হল অব ফ্রেমে এই চারজন ক্রিকেটার জায়গা পাওয়ার পর সংখ্যাটা বেড়ে দাঁড়াল ১৪। ২০২১ সালে এপ্রিল মাসে পিসিবি তাদের হল অব ফ্রেম চালু করেছিল।